Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



সাদাপাথর যাওয়ার ট্রলার || Inside Bangladesh It's One of the Best Place Sada Pathor Volaganj Sylhet

সাদা পাথর যাওয়ার উপায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পর পর এসব বাস চলাচল করে। জনপ্রতি ৭০ টাকা ভাড়ায় ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদাপাথর যেতে পারবেন। লোকাল সিএনজিতে জনপ্রতি ১৩০ থেকে ১৫০ টাকা ভাড়ায় ভোলাগঞ্জ যেতে পারবেন। সিএনজি রিজার্ভ নিলে যাওয়া আসার ভাড়া লাগবে ১২০০ থেকে ১৩০০ টাকা। যতদূরদূ চো খ যায় কেবল সাদা সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ে মেঘের আলিঙ্গন। যেন প্রকৃতির এক অপরুপ স্বর্গরার্গ জ্য। সব মিলিয়ে শিল্পীর তুলিতে আঁকা আঁ এক অদ্ভুত সৌন্দর্যেরর্যে ক্যানভাস এই ভোলাগঞ্জ (Bholaganj)। ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামে অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরদূ ত্ব প্রায় ৩৩ কিলোমিটার। ভোলাগঞ্জের অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য। সেখানকার উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা রর্ণা পানি। এই পানি ধলাই নদের প্রধান উৎস। এই পানির ঢলের সাথে চলে আসে পাথর। সেই পাথর ভোলাগঞ্জ জিরো পয়েন্টের বিশাল এলাকা জুড়েজু ছড়িয়ে থাকে। ভোলাগঞ্জ বর্ডা রের ১০ নং ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় ধলাই নদ ধরে কিছু পথ এগিয়ে গেলেই দেখা মিলবে বিশাল পাথরের এলাকা। স্থানীয় লোকজন এই এলাকাকে সাদা পাথর বলে থাকে। ভোলাগঞ্জ সব সময়ই যাওয়া যায়। তবে সব থেকে ভালো হয় বর্ষা কা র্ষা লে গেলে। এই সময় নদীতে পানি বেশি থাকে। তবে বর্ষা রর্ষা পর পর গে লে অন্যরকম সৌন্দর্য দেখতে পা বেন। তখন পানি একটু কম থাকলেও নী ল পানি আর অর্ধ ডুবন্ত পাথর গুলো দেখতে সেই সুন্দর। ফুল বর্ষা য়র্ষা বেশির ভা গ পাথর পানিতে ডুবে যায়। তাই চেষ্টা করবেন বর্ষা রর্ষা একটু আগে বা পরে যেতে। ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে প্রথমেই আসতে হবে সিলেট শহর। রাজধানী ঢাকা থেকে আপনি সড়ক, রেল এবং আকাশ পথে যেতে পারেন সিলেট শহর। হানিফ, শ্যামলী, গ্রি নলাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল ৬ থেকে রাত ১২ টা পর্যন্তর্য একটু পর পর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকায় আসে। ভাড়া ৫০০/- থেকে ১০০০/- টাকা। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যায়। আপনি ঢাকা থেকে আকাশ পথেও যেতে পারেন। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে। সময় নি বে প্রায় ৪৫ মিনিট। ভাড়া ৩০০০/- থেকে ৫০০০/- টাকা। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে হলে আপনাকে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এটি হজরত শাহজালাল রহঃ এর মাজারের গেইটের সাথেই। এখানে বাস/সিএনজি ষ্টেশন আছে। বাস/সিএনজি করে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর। দুরুত্ব প্রায় ৩৩ কিঃমিঃ। সময় নিবে এক ঘন্টার মতো। এখান থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্তর্য বিআরটিসি বাস ছেড়ে যায় ভোলাগঞ্জ জিরো পয়েন্ট। ভাড়া ৫০ টাকা। এছাড়া শেয়ার করে বা পুরা সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন ভোলাগঞ্জ। শেয়ারে গেলে ১৩০/১৫০ টাকার মতো ভাড়া নিবে। আর রিজার্ভ করে নিলে আসা-যাওয়া ১২০০ থেকে ১৩০০ টাকা। রিজার্ভ করে নেয়াই উত্তম। কেননা ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন। তবে রিজার্ভ করে নেয়ার সময় অবশ্যই দরদাম করে নিবেন। ছুটির দিন হলে ভাড়া একটু বেশি নিবে। আর অন্য দিন হলে আরো কমেও পেতে পারেন। ভোলাগঞ্জ বাজারে নেমে ১০ নং নৌকা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে। আসা-যাওয়া নৌকা ভাড়া ৮০০ টাকা। এক নৌকায় ১০ জন বসা যায়। টিম ছোট হলে অন্য টিমের সাথে শেয়ারে যেতে পারেন। তবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ঘাটের আগে থেকেই অন্য টিমের সাথে যোগ হতে। কারণ ঘাটে সিন্ডিকেট বিদ্যমান। তারা ঝামেলা করতে পার sada pathor sylhet,sada pathor,bholaganj sada pathor,bholaganj sada pathor sylhet,shada pathor sylhet,volagonj sada pathor,sada pathor volagonj,sylhet tour,sylhet travel guide,bholagonj sada pathor,bholaganj sylhet,sylhet day tour,vulagonj sada pathor sylhet,sylhet,sylhet bholaganj sada pathor,sada pathor bholaganj sylhet,sada pathor bholaganj,sylhet to sada pathor,sada pathor sylhet bangladesh,sada pathor tour,sylhet tourist place সাদাপাথর,ভোলাগঞ্জ সাদাপাথর,সাদাপাথর সিলেট,সিলেট সাদাপাথর,সাদাপাথর ভোলাগঞ্জ,ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট,#সাদাপাথর,সাদাপাথর।,সাদাপাথর ভ্রমণ,সাদাপাথর ভ্রমন,#কমখরচে সাদাপাথর,#সাদা_পাথর,সাদাপাথর ও রাতারগুল,সাদাপাথর ভ্রমণ গাইড,কীভাবে সাদাপাথর যাবো,সাদাপাথর জিরো পয়েন্ট,সাদাপাথর বাংলার কাশমীর,#ভোলাগঞ্জ #সাদাপাথর,ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণ,ভোলাগন্জ সাদাপাথর সিলেট,#সাদাপাথর যেতে কত টাকা লাগে,সিলেট ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণ,সি‌লেট ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমন

Comments