Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб সরস্বতী পূজার আগে কেন কুল খেতে হয় না। Saraswati Puja 2024.. в хорошем качестве

সরস্বতী পূজার আগে কেন কুল খেতে হয় না। Saraswati Puja 2024.. 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



সরস্বতী পূজার আগে কেন কুল খেতে হয় না। Saraswati Puja 2024..

সরস্বতী পূজার আগে কেন কুল খেতে হয় না। Saraswati Puja 2024.. সরস্বতী পূজার আগে কেন কুল খেতে হয় না?আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার পালিত হবে সরস্বতী পুজো। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মে বিভিন্ন পুজোর সঙ্গে বিভিন্ন প্রা জড়িত আছে। সরস্বতী পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন প্রথার মধ্যে অন্যতম হল যে বাগদেবীর পুজোর আগে কুল খেতে নেই। পুজোর আগেই এখন বাজার ছেয়ে গিয়েছে নানা রকমের টোপা কুল ও নারকেলি কুলে। কিন্তু সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত সরস্বতী পুজোর আগে আর কিছু করার নেই। কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন। কিন্তু কেন এই প্রথা প্রচলিত তা জেনে নিন এখানে।এই লোকাচারের পেছনে শাস্ত্রের একটি কাহিনি প্রচলিত আছে। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় বসেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বিজ রেখে এসেছিলন সরস্বতী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বিজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পরবে ততদিন তাঁকে তপস্যা চালিয়ে যেতে হবে। তবেই তিনি তুষ্ট হবেন। দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তাঁর মাথায় নতুন কুল পরে সেদিন তিনি বুঝতে পারেন যে, বাগদেবী তাঁর তপস্যায় প্রসন্ন হয়েছেন। সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি।আমাদের দেশের মূলত কৃষিপ্রধান অর্থনীতি। তাই যে কোনও নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্য উত্‍সর্গ করা হয়, তারপর তা খাওয়ার প্রথা আমাদের মধ্যে প্রচলিত। এই কারণেই নতুন ধান উঠলে নবান্ন উত্‍সব পালন করা হয়। শীতকালে এই সময় কুল গাছে প্রথম ফল ধরে। তাই আগে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তাঁর প্রসাদ হিসেবে এই ফল খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালিদের মধ্যে।

Comments