Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб BN24TV Sirajdikhan Road of Balurchar в хорошем качестве

BN24TV Sirajdikhan Road of Balurchar 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



BN24TV Sirajdikhan Road of Balurchar

সিরাজদিখানে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা নির্মান সিরাজদিখানে এলাকাবাসীর উদ্যোগে ও প্রবাসি মো. নাছির মিয়ার সহযোগিতায় একটি রাস্তা নির্মান করা হয়েছে। উপজেলার লতব্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মালেক মিয়ার বাড়ির কবর স্থান থেকে মস্তফা মিয়ার বাড়ি পর্যন্ত ৬ ফুট চওরা করে প্রায় ১৫০০ মিটার রাস্তা নির্মাণ হয়। রাস্তা নির্মাণের ফলে ৯ নং ওয়াওর্ডের ঘনবতিপূর্ন গ্রামটির হাজারো জনসাধারণসহ স্কুল, মাদরাসা ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের সুবিধা হয়েছে। এতে ব্যায় হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা এবং ৬টি পাকা ঘরের পিড়া ভেঙ্গে প্রসস্থ করে নতুন করে পিড়া যুরে দেওয়াছে। গ্রামবাসীদের মধ্যে সস্তি ফিরে পেয়েছে। গ্রামবাসীরা বলেন, এখানে যাতায়াতের কোন রাস্তাই ছিলনা। তাই আমাদের যাতায়াতের খুব কষ্ট হত বৃষ্টি হলে তো বাড়ীথেকে বের হওয়াই যেত না। এলাকায় কোন মানুষ মারা গেলে লাসের খাটটাও ঠিক মত বের করা জেতনা নাছির বিদেশ থেকে এসে যে উদ্যোগটা নিয়েছে তাতে আমাদের সকলের অনেক উপকার হয়েছে। মো. নাছির মিয়া বলেন, আমাদের এই গ্রামটিতে যাতায়াতের উপযোগি কোন রাস্তাই ছিলনা। আমার বেশি খারাপ লাগতো মানুষ মারা গেলে তার লশটাও ঠিক মত খাটে করে বের করা যেতনা। তাই আমি এলাকাবসী সবাইকে বুঝিয়ে ও সকলের সহযোগিতায় এই উদ্যোগ টা নিয়েছি। তবে এখন সরকারের কাছে একটা দাবি যদি এই মাটির রাস্তাটি ইটদিয়ে বেধে দেয় তাহলে এলাকার মানুষ ভালভাবে চলাচল করতে পাড়ে। উপজেলার লতব্দী ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন বলেন, নাছির মিয়া যে উদ্যোগটা নিয়েছে সেটা একটা ভালো কাজ। সে জন্য তাকে ধন্যবাদ জানাই, নাছিরের মত যদি সবাই এগিয়ে আসতো তবে দেশ এগিয়ে যেত। আমরা ইউনিয়ন পরিষধ থেকে রাস্তাটি ইট দিয়ে বেধে দিব। যাতে এলাকার মানুষ ভালভাবে চলাচল করতে পাড়ে।

Comments