Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বাঙালি জাতির উৎপত্তি।। Origin of Bengali Race। । সংকর জাতি বলার কারন। ।আর্য এবং মুসলমানদের আগমন।।

বাঙালি জাতি একটি ইন্দো-আর্য জাতিগোষ্ঠীর নাম। চীনা এবং আরবদের পরে বাঙালি জাতি তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে বাংলায় বিভিন্ন নৃ গোষ্ঠীর আগমন ঘটেছে। স্হানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক সংমিশ্রনে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি। আর এজন্য বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী এই দুই ভাগে ভাগ করা যায়। আর্য পূর্ব জনগোষ্ঠী- নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনীয় এই চারটি শাখায় বিভক্ত। আর্য অনার্য এবং আদিম অধিবাসীদের সংমিশ্রনে প্রায় দেড় হাজার বছরের অনুশীলন, গ্রহন বর্জন এবং রূপান্তিকরনের মাধ্যমে গড়ে উঠেছে বাঙালি জাতি। এই ভিডিওতে বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওতে থাকা গ্রাফ থেকে আমরা খুব সহজেই অনার্য এবং আর্যদের থেকে কেমন করে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে ধারনা পাব। এছাড়াও জানতে পারবেন আর্যদের ধর্ম এবং ধর্মগ্রন্থ কি ছিল সেই সম্পর্কে। মুসলমানরা কবে কি কারনে ভারতবর্ষে এসেছিল তাও জানতে পারবেন এই ভিডিও থেকে। ‪@ADYOPANTO‬ ‪@CTV.BANGLA‬ ‪@Discoveriezofficial‬ ‪@aschorjodorshon‬ ‪@Itihaserpatai‬ ‪@historyandpolitics-3239‬ ‪@itihasergolpo‬ ‪@Anirban_das‬ ‪@TheGenius.1‬

Comments