Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বিজয়া একাদশী ২০২৫: ব্রত পালনের নিয়ম, মাহাত্ম্য ও শুভক্ষণ"

বিজয়া একাদশী ২০২৫**: বিজয়া একাদশী ২৪ ফেব্রুয়ারি পালন করা হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়। শাস্ত্র মতে, একাদশী তিথি নারায়ণকে সমর্পিত এবং এদিন শ্রীহরির পূজার্চনা করা হয়। পঞ্জিকা অনুযায়ী, বিজয়া একাদশী শুরু হবে ২৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫৬ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ২৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ৪৫ মিনিটে। বিজয়া একাদশীর **ব্রতভঙ্গ**: ২৪ ফেব্রুয়ারি উপবাস করার পর ২৫ ফেব্রুয়ারি ব্রতভঙ্গ করা যাবে। এদিন সকাল ৬টা ৫২ মিনিট থেকে ৯টা ৮ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করা উচিত। বিজয়া একাদশী 2025,বিজয়া একাদশী 2025,বিজয়া একাদশী,বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য 2025,vijaya ekadashi 2025,বিজয়া একাদশী,একাদশী 2025,বিজয়া একাদশী মাহাত্ম্য,বিজয়া একাদশী 2025 তারিখ ও সময়,বিজয়া একাদশী 2025 তারিখ সময়সূচি,বিজয়া একাদশী কবে,বিজয়া একাদশী ২০২৫,বিজয়া একাদশী মাহাত্ম্য,বিজয়া একাদশী ব্রতকথা,বিজয়া একাদশী ব্রত কথা,বিজয়া একদশী 2025,বিজয়া একাদশী মাহাত্ম্য 2025,বিজয়া একাদশীর সঠিক তারিখ 2025,vijaya ekadashi vrat katha 2025,ekadashi 2025 বিজয়া একাদশীর **শুভক্ষণ**: **ব্রহ্ম মুহূর্ত**: ভোর ৫টা ১১ মিনিট থেকে ৬টা ১ মিনিট পর্যন্ত **বিজয় মুহূর্ত**: দুপুর ২টো ২৯ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত **গোধূলি মুহূর্ত**: সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত **নিশিত মুহূর্ত**: রাত ১২টা ৯ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত **অভিজীত মুহূর্ত**: দুপুর ১২টা ১১ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত **অমৃতকাল**: দুপুর ২টো ৭ মিনিট থেকে ৩টে ৪৪ মিনিট পর্যন্ত Motivation বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করুন -শ্রীমান গোপাল দাস বিজয়া একাদশীর **মাহাত্ম্য**: স্কন্দ পুরাণ অনুযায়ী, বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয় লাভ করা যায়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাম বিজয়া একাদশীর ব্রত পালন করেছিলেন এবং ব্রতের প্রভাবে সমুদ্র পার হয়ে যুদ্ধে জয় লাভ করেন। বিজয়া একাদশীর **পুজোর নিয়ম**: 1. ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন। 2. চৌকীতে আসন বিছিয়ে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন। 3. বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন। 4. হলুদ ফুলের মালা, চন্দন, ধূপ, প্রদীপ নিবেদন করুন। 5. মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না। 6. নারায়ণের সামনে দেশী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করুন। 7. বিষ্ণু সহস্ত্রনাম পাঠ ও বিজয়া একাদশীর ব্রতকথা পাঠ করুন। 8. লক্ষ্মী নারায়ণের আরতী করুন। আপনার আরও কিছু জানার আছে কি? #krishnabhajan #harekrishna #hindusong #hindugod #বিজয়াএকাদশী২০২৫ #ব্রতপালন #শুভক্ষণ #মাহাত্ম্য #পুজোরনিয়ম #ধর্মীয়_উৎসব #বাংলাদেশ #ফাল্গুনমাস #হিন্দুধর্ম #একাদশীতিথি

Comments