Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ । Traditional Boat Race в хорошем качестве

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ । Traditional Boat Race 8 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ । Traditional Boat Race

গাজীপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ আনন্দ ঘন পরিবেশে গাজীপুরের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্য এ নৌকাবাইচ কালের পরিক্রমায় হারিয়ে গেলেও সাম্প্রতিক কয়েক বছরে তা আবার জনপ্রিয় হয়ে উঠেছে। নৌকা বাইচ দেখতে তুরাগ পাড়ে ভিড় জমান হাজারো দর্শক। কড্ডা বাজার সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকাল চারটায় মজলিপুর ঘাট থেকে কড্ডা বাজার ঘাট পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় এই বাইচ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার ২০টি নৌকা এই বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। নৌকাবাইচ দেখতে দুপুরের পর থেকে দূরদুরান্ত থেকে ছুটে আসেন শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ। নদীর দু’পাড়ে, ট্রলারে দাঁড়িয়ে তারা উপভোগ করেন নৌকা বাইচ। নির্মল বিনোদন আর ঐতিহ্যেরএ অনুষঙ্গ এ প্রতিযোগিতার নিয়মিত আয়োজন চান দর্শক ও এলাকাবাসি। আয়োজকরা বলছেন, এলাকাবাসিকে নির্মল বিনোদন দেয়া আর যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় তাদের এ আয়োজন। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী দল খাজার তরী আর রানার্স আপ হয় একতা। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে মোটরসাইকেল উপহার দেয়া হয়। অনুষ্ঠানে সিটি মেয়র জানালেন, প্রতি বছর যাতে এ ধরনের নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা যায় তার জন্য সিটি করপোরেশন সর্বাত্বক সহযোগিতা করবে। প্রতিবেদনটি ২৮.০৯.২০১৬ তারিখের মাছরাঙা সংবাদে প্রচারিত হয়। Fardeen Ferdous   / fardeen.ferdous     / fardeenferdous  

Comments