Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



আকাশছোঁয়া হিন্দুকুশ | আদ্যোপান্ত | Hindu Kush Mountains | Adyopanto

হিন্দুকুশ একটি বিশালাকার পর্দার নাম। যেই পর্দা সরিয়ে মানুষ প্রথম দেখেছিল ভারতবর্ষের রুপ! হিন্দুকুশের ভিতরেই আছে খাইবার পাস। এই পথ দিয়েই মহামতি আলেকজান্ডারের সেনানী এসেছিল। চমকিত তলোয়ার এই পথেই ঘুড়িয়ে ছিলেন মোহাম্মদ ঘোরি। দারিয়ুস, মাহমুদ গজনভি, তৈমুর, বাবুর, নাদির শাহ এসেছিলেন এই পথরেখা ধরেই। তারও বহু আগে কোনো এক অজানা যুগে রাজকুমারী গান্ধারী সোনার তানজিমে করে এই পথ দিয়েই দিল্লি পৌঁছেছিলেন। বালিকা বধূর চোখের জল, বাবরের ঘোড়ার খুরের আগুন, তৈমুরের বক্র ছোরার ঝলক এখনও যেন প্রতিদ্ধনিত হয় হিন্দুকুশের দুই দিকের তরুহীন, পতঙ্গহীন উলঙ্গ দৈত্যের ন্যায় উচ্চ কৃষ্ণ পর্বতের ভীম কারাগারের পাষাণ প্রাচীরে। হিন্দু কুশের বরফ গলা পানি থেকেই তৈরী হয়েছে হেলমান্দ, কোনার, কাবুল, আমু সহ অসংখ্য দড়িয়ার। বরফের টোপর পরা হিন্দুকুশ পর্বতের পাশেই বামিয়ানের সবুজ উপত্যকার দিকে মুখ করে বিদ্ধস্ত অবস্থায় আজও দাঁড়িয়ে আছে বুদ্ধদেবের দেহ অবয়ব। ইতিহাস, ঐতিহ্য আর বিশালত্বের শির উচু করে কালের সাক্ষী হয়ে হিন্দুকুশ দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। হিন্দুকুশ যদিও হিমালয়েরই অংশ তবুও তাঁর একটি নিজস্বতা আছে। আত্বকেন্দ্রিক ভিন্ন এক গল্প আছে। সুপ্রিয় দর্শক আদ্যপান্তের আজকের এই পর্বে আমরা হাড়িয়ে যাব আকাশছোঁয়া হিন্দুকুশের আড়ালে! 📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto   নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন 💻 যুক্ত হোন: ফেইসবুক:   / adyopanto   💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]

Comments