Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



জাভা পাখি পালন পদ্ধতি ও দাম | Java Sparrow Bird Rearing | Java Pakhi Palon

জাভা পাখি পালন পদ্ধতি ও দাম | Java Sparrow Bird Rearing | Java Pakhi Palon এবারের কন্টেন্ট এ আপনি জানবেন কিভাবে জাভা পাখি পালন করতে হয় এবং জাভা পাখির দাম কত, এছাড়া কিভাবে জাভা পাখির ব্রিডিং করাতে হয়, এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে, কিভাবে জাভা পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতিমাসে জাভা পাখি কত টাকার খাবার খায় এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি এক জোড়া জাভা পাখি কিনতে চান এবং নতুন সেটাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব। সাধারণত জাভা খুবই চঞ্চল প্রজাতির একটা পাখি এরা খুব সহজে পোষ মানে না। তবে সঠিক ট্রেনিং পেলে এরা খুব সুন্দর পোষ মানে এবং টেম করা পাখি হিসেবে এরা সব সময় আপনার সাথে সাথে থাকবে । জাভা পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশন এর জন্য এক জোড়া পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। জাভা পাখির পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম প্রাকৃতিক ভাবে জাভা পাখির ব্রিডিং এর জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারের প্রাচুর্যতা থাকে। বাংলাদেশ এবং ভারতের পাখিটি খুব বেশি দেখা না গেলেও মালয়েশিয়ার প্রায় সব জায়গাতেই ধানক্ষেতে এ পাখিগুলোকে দেখতে পাওয়া যায়। এরা ধানক্ষেতে বিভিন্ন পোকামাকড় এবং ধান খেয়ে বেঁচে থাকে। এরা ধান এত পছন্দ করে যে পাখিগুলোকে অনেক দেশে রাইস জাভা হিসেবেও ডাকা হয়। পাখিগুলো বাসা তৈরি করে বিভিন্ন গাছের ডালের উপর অথবা মানুষের তৈরি স্থাপনা যেমন পুরনো বিল্ডিং এর কার্নিশে এদের বাসা তৈরি করতে দেখা যায়। ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে জাভা পাখি কে মাঝারি আকৃতির খাঁচা দিতে হবে। জাভা পাখির জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি । তবে আরও বড় খাচা ব্যবহার করলে আরো ভালো । এছাড়া আপনি চাইলে বড় একটি খাচায় কয়েকটি জাভা পাখি একসাথে পালন করতে পারেন। এছাড়া জাভা পাখির খাঁচার ভেতর একটি করে কাঠ অথবা বাসের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। এছাড়া জাভা পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র একটা খাবারের পাত্র একটা গ্রিড এর পাত্র দিতে হবে। এবং এ পাত্র গুলোকে সব সময় খাবার পানি দিয়ে রাখতে হয় । জাভা পাখির খাচার ভেতর এদের ডিম পাড়ার জন্য একটি করে হারি ঝুলিয়ে দিতে হবে। হাড়ির ভেতরের ফাঁকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর মাঝে মাঝে এই হারি গুলো থেকে পাখির মল গুলো পরিষ্কার করে দিতে হবে। জাভা পাখি পালন করলে এদের খাঁচা গুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম। এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো। জাভা সাধারণত বছরের সব সময় ব্রিডিং করে থাকে। জাভা পাখি বছরে চার থেকে পাঁচবার বা সর্বোচ্চ ছয়বার ডিম বাচ্চা উৎপাদন করে। মিটিং করার পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যে পেটে ডিম তৈরি হয়ে যায়। তারমানে আপনি যদি পাখিকে মিটিং করতে দেখেন তবে পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে পাখি ডিম দেয়া শুরু করবে। জাভা সাধারণত চারটি থেকে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম দেয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয় আবার কখনও কখনও ডিম পাড়ার সময় একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দেয়। শুরুর দিকে দুই একটা ডিম দেয়ার পর পাখির ডিমে তা দিতে বসে না। সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি হয় এজন্য পাখি এরকমটা করে থাকে। একসাথে চার পাঁচটা ডিম হওয়ার পর থেকে পাখিগুলো ডীম এ তা দেয়া শুরু করে। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 17 থেকে ২০ দিন। জাভা পাখির বাচ্চা জন্মের পরবর্তী ৪ সপ্তাহের মধ্যে নিজের থেকে উড়তে শিখে। এসময় এরা নিজেদের খাবার নিজেরা গ্রহণ করতে পারে। সাধারণত ডিম বাচ্চা করার জন্য জাভা পাখি অ্যাডাল্ট হয় ছয় মাস বয়সে। তবে সবচেয়ে ভালো হচ্ছে 8 মাস বয়স হলে জাভা পাখিকে দিয়ে ব্রিডিং করানো। এতে পাখির বাচ্চা গুলো সুস্থ সবল হয় এবং অধিক পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে পারে। এবারে আপনি দেখবেন জাভা পাখির খাদ্য তালিকা কি এবং এদের সীডমিক্স কিভাবে তৈরি করতে হয়। জাভা 1 কেজি খাবার তৈরীর উপাদান গুলোর নির্দিষ্ট হার তুলে ধরা হলো। ১, ধান ৪০০ গ্ৰাম ২, কাউন ২৫০ গ্রাম ৩, চিনা ২০০ গ্ৰাম ৪, ব্ল্যাক সীড ১০০ গ্ৰাম ৫, সূর্যমুখী বীজ ৫০ গ্ৰাম মোট ১০০০ গ্ৰাম জাভা পাখি পালন পদ্ধতি, জাভা পাখির দাম, জাভা পাখি পালন পদ্ধতি, জাভা পাখি কোথায় কিনতে পাওয়া যায়, জাভা পাখি পালন পদ্ধতি, জাভা পাখির খাঁচার সাইজ, জাভা পাখির খাবার, জাভা পাখির খাবার খরচ, জাভা পাখির প্রজনন, জাভা পাখির ব্রিডিং

Comments