Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб আপনারা ছাঁদ কৃষিতে মাল্টা চাষে সফল হবেন কি ভাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । в хорошем качестве

আপনারা ছাঁদ কৃষিতে মাল্টা চাষে সফল হবেন কি ভাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । 5 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



আপনারা ছাঁদ কৃষিতে মাল্টা চাষে সফল হবেন কি ভাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

সমস্ত প্রশংসাই মহান আল্লাহর। টবে মাল্টা চাষ পদ্ধতি ও পরিচর্যা মাল্টা প্রায় সব ধরনের মাটিতে জন্মে। মিডিয়াম ড্রামে ছায়া পড়ে না এমন যায়গায় রাখতে হবে । পানি নিষ্কাশন ব্যবস্থা সব সময় সচল রাখতে হবে । মাটি, উর্বর,এটেঁল দোআশ বা হালকা দো-আঁশ মাটি টবে চাষের জন্য সবচেয়ে ভালো। মাটির অম্লত্ব ৫.৫ থেকে ৬.৫ হওয়া উত্তম। মাল্টাগাছ লবণ এবং উচ্চ তাপমাত্রা সংহনশীল। জলাবদ্ধতার সহ্যক্ষমতা নেই। সারা বছরই রোপণ করা যেতে পারে। তবে বর্ষা মৌসুমে উত্তম। চারা লাগানোর আগে । টব বা ড্রাম ১৮” * ১৮” ১।জৈব সার ২ কেজি ২) গোবর বা কম্পোস্ট ২ কেজি ৩) ইউরিয়া সার ১০ গ্ৰাম ৪) টিএসপি ২০ গ্ৰাম ৫) এমওপি সার ১০ গ্ৰাম ৬) জিংক সালফেট ১০ গ্ৰাম ৭) বোরিক এসিড এক চিমটি পরিমান ৮। এক চা চামিচ ভিজানো চুন সার গুলো মাটির সাথে ভালো ভাবে মিশিয়ে নেয়ার অল্প পানি দিয়ে মাটিতে আদ্রতা ফিরিয়ে আনতে হবে । তার পরে ১০ থেকে ১৫ দিন ফলিথিন দিয়ে ঢকে রেখে দিতে হবে। ১৫ পরে মাটি থেকে পলিথিন তুলে এক দিন রোদে শুকিয়ে নিতে হবে । পরে টবে বা হাফ ড্রামে মাটি ভরে নিয়ে বিকালে ভালো মানের মাল্টার চারা গাছ রোপন করতে হবে। এছাড়া সারা বছর গাছের বৃদ্ধি সঠিক মাত্রায় রাখতে টবের মাল্টা গাছ কে প্রতি মাসে অন্তত একবার করে এক চা চামচ পরিমাণ NPK (নাইট্রোজেন, ফসপরাস ও পটাসিয়াম) বা মিশ্র সার এবং ২০ গ্রাম গোবর ১ লিটার পানিতে গুলিয়ে গাছের গোড়া থেকে ৬” দূরে ঠেলে দিন । এটি গাছের বৃদ্ধি কে প্রতিনিয়ত ত্বরান্বিত করবে। ডাল ছাটাই করণ সঠিক পরিমাণে এবং ভালো ফলন পেতে চাইলে অবশ্যই গাছ ছাটাই করতে হবে।ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে গাছটিকে ছেঁটে নির্দিষ্ট আকারে আনতে হবে। এর কারণ হলো পার্শ্ববর্তী ডাল গুলোতে সূর্যের আলো বেশি প্রয়োজন হয় এবং সেখানে ফল বেশি ধরে। গাছ বড় হলে বড় গাছে নিচের ১ মিটার উচ্চতা পর্যন্ত সব ডাল ছেঁটে দিতে হবে। এছাড়া ছাঁটাইয়ের পর ডালের কাটা অংশে বোর্দো পেস্টের প্রলেপ দিতে হবে। এছাড়া অনেক সময় গাছে একসাথে প্রচুর ফল আসে । এ কারণে অতিরিক্ত ফল থাকায় ফল বড় হয় না এবং ফলের আকৃতি ভাল হয় না । ভালো মানের ফলের জন্য ও টবে মাল্টা চাষ পদ্ধতি ও পরিচর্যা এর জন্য প্রতিটি ফলের গুচ্ছে দুটি করে সুস্থ সবল ফল রেখে বাকিগুলো ছেঁটে দিতে হবে। টবে মাল্টা চাষ পদ্ধতি তে ছাঁটাই করা আবশ্যক গুরুত্বপূর্ণ একটি কাজ। রোগবালাই ও চিকিৎসা মাল্টা গাছের লিভমাইনার পোকা লিভ মাইনার মাল্টা গাছে একটি মারাত্মক ক্ষতি কারি পোকা । এ পোকা আক্রমণ করে গাছের ছোট এবং কচি সবুজ পাতা খেয়ে ফেলে। এছাড়া এটি ফলের উপর আঁকা বাঁকা সূরঙগের মত দাগ সৃষ্টি করে। প্রথম অবস্থায় আক্রমণ কৃত পাতা গুলো ছিড়ে পুড়িয়ে ফেলতে হবে। হলুদ ফাঁদ তৈরি করে এই পোকা দমন করা সম্ভব। কিন্তু আক্রমণের পরিমাণ অতিরিক্ত বেশি হলে লিফ মাইনার পোকা দমন করতে কিনালাক্স ২ এমএল প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এই ওষুধ টি প্রতি ১৫ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করলে এধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। মাল্টা গাছের গেমোসিস রোগ গেমোসিস রোগ হলে গাছের কান্ড ও পাতা বাদামি বর্ণ ধারণ করে। গাছের কান্ড মাঝ বরাবর ফেটে যায়। ও সেখান দিয়ে কস বের হতে থাকে। এ রোগটির অতিরিক্ত প্রাদুর্ভাব এর ফলে গাছটি উপর থেকে কান্ড শুকিয়ে মারা যেতে থাকে। মাল্টা গাছে গেমোসিস রোগ দেখা দিলে আক্রান্ত ডালের অংশটি কেটে ফেলে দিতে হবে এবং কাটা অংশে বোর্দো পেস্ট এর মিশ্রণ লাগিয়ে দিতে হবে। বোর্দো পেস্ট তৈরি করার জন্য ১৪০ গ্রাম চুন ও ৭০ গ্ৰাম তুতে আলাদা আলাদা পাত্রে নিয়ে পরবর্তীতে লিটার পানির সাথে মিশিয়ে নিন। পাতা সুড়ঙ্গকারী পোকা : এ পোকা ছোট অবস্থায় (কীড়া) মাল্টা পাতায় আক্রমণ করে। এরা রাতের বেলা গাছের কচি পাতায় গর্ত খুঁড়ে আঁকা বাঁকা দাগের সৃষ্টি করে। আক্রান্ত পাতা কুঁকড়ে যায়। প্রতিকার হিসেবে আক্রান্ত অংশ কেটে ফেলতে হয়। তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করা যেতে পারে। আক্রমণ বেশি হলে ইটাপ ৫০ এসপি ১.২০ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে ধন্যবাদ। আমার ইউটিউবের চ্যানেলে ছাদ কৃষির উপযোগি অনেক গুলি ভিডিও দেওয়া আছে । যা দেখলে আপনার ও আপনার বন্ধু বান্ধবদের ছাঁদ কৃষিতে ভুমিকা রাখার সুযোগ হবে এবং আপনার ছাঁদ কৃষিও সমৃদ্ধ হবে । সেই সাথে আপনার জন্য ও আপনার ছাঁদ কৃষি অনেক সহজ হয়ে যাবে । এছাড়া আরো বেশ কিছু মাটি তৈরির পদ্ধতি সহ নানা বিষয তুলে ধরেছি । আপনী আপনার বন্ধু বান্ধবদের দেখার আসন্ত্রন জানাবেন । এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । সেই সাথে নতুন যারা দেখছেন লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পরবর্তী ভিডিও পেতে সহজ হবে ধন্যবাদ ।

Comments