Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб দেবতাখুম যাওয়ার আগে দেখে নিন!| Debotakhum Tour 2025 | Bandarban Travel guide в хорошем качестве

দেবতাখুম যাওয়ার আগে দেখে নিন!| Debotakhum Tour 2025 | Bandarban Travel guide 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



দেবতাখুম যাওয়ার আগে দেখে নিন!| Debotakhum Tour 2025 | Bandarban Travel guide

দেবতাখুম যাওয়ার আগে দেখে নিন!| Debotakhum Tour 2025 | Bandarban Travel guide #debotakhum #bandarban_tour #travelvlog #riabeer #দেবতাখুম 💠সতর্কতা: (দেবতাখুম ভ্রমণের সকল প্রয়োজনীয় টিপস): ১. যদি আপনি বেশি পর্যটকদের মাঝে ঘুরতে পছন্দ করেন,,তাহলে অবশ্যই সরকারি ছুটির দিনে ভ্রমণের সিদ্ধান্ত গ্রহন করবেন,,,তবে এই ক্ষেত্রে অবশ্যই যেভাবেই হোক দুপুরের আগে দেবতাখুব পৌছাতে ট্রাই করবেন, তাহলে ভেলা কিংবা নৌকা পাওয়া নিয়ে কোন ভয় থাকবে না। আর যদি বেশি পর্যটকদের মাঝে ঘুরাঘুরি পছন্দ না করেন,, তাহলে সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলো ভ্রমণের তারিখ হিসেবে বেছে নিবেন। ২. ভ্রমণের দিন অবশ্যই যদি সিরিয়াল ধরে সময় নষ্ট করতে না চান তাহলে সাথে করে তিনকপি nid অথবা জন্মনিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন। ৩. দেবতাখুম যেতে হলে আপনাকে প্রায় ১ ঘন্টা গিরিপথ ধরে পায়ে হেটে ট্রেকিং করে পৌছাতে হবে। এই পথে কয়েকবার আপনাকে সামান্য পানি ভেঙে, উচু নিচু পিচ্ছিল পথ অতিক্রম করতে হবে। এজন্য অবশ্যই ট্রেকিং এর সময়  কচ্ছপতলি থেকে ১৫০ টাকা দিয়ে ট্রেকিং শো এবং ১০টাকা দিয়ে একটি সাপোর্টার ব্যাম্বু  কিনে নিবেন। না হয় যারা এই টিপস মানবেন না,,আশা করি ট্রেকিং এর সময় ঠিকঠাক ব্যাম্বু খেয়ে যাবেন। ৪. নৌকা নাকি ভেলা! খুমের ভেতরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভেলায় যাওয়ার চেষ্টা করবেন। এতে করে নিজের ইচ্ছে মত ছবি ভিডিও তোলে সময় কাটিয়ে আসতে পারবেন। নৌকায় আপনাকে শুধু মাত্র মাঝি তার ইচ্ছে মত একপলক ঘুরিয়ে আনবে। ৫. ভেলায় চরার সময় জামা কাপড় নিচ দিয়ে ভিজে যায়, তাই সাথে করে এক্সট্রা জামাকাপড় নিয়ে আসবেন এবং অনেক পর্যটকের মোবাইল এখন খুমের তলদেশে। তাই সাবধানতার জন্য ওয়াটারপ্রুফ ঝুলানো যায় এমন মোবাইল ক্যারিয়ার সাথে নিয়ে যাবেন। ৬. যারা ড্রোন নিতে চান, ইসিলি নিয়ে যেতে পারবেন। তবে আর্মি ক্যাম্পের আশেপাশে ভুলেও ড্রোণ ফ্লাই করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো কোনভাবেই ড্রোন খুমের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন না,,, কারন এই পর্যন্ত অনেকের ড্রোন সিগনাল মিস করে এখন খুমের তলদেশে।  ইভেন আমরা যেদিন গিয়েছি,, ঐদিন সকালেও একজনের ড্রোণ পানি নিচে চলে যায়। ভেলায় চরার সময় ড্রোন গাইডের নিকট দিয়ে যাবেন। গাইড শতভাগ বিশ্বস্ততার সাথে আপনার ড্রোন ফিরিয়ে দিবে। নো টেনশন।  ৭. সাথে ব্যাগ নিয়ে আসলে সেই ব্যাগ চান্দের গাড়িতে রেখে আসতে পারবেন। অথবা যদি ট্রেকিং করে সাথে নিয়ে আসেন,,সেটা গাইডের কাছে দিয়ে খুমের ভিতরে যেতে পারবেন। Connect🇧🇩 With us:  Facebook:     / 1bdgq17o2v   My Gears  ➤ 📷 Camera: DJI OSMO action 5 Pro,  📲 OnePlus Drone: DJI mini 3 pro. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ For☎️ Business Inquiries: [email protected] ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #Travelvlog #RIAbeer

Comments