Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ধানের রোগ নিয়ন্ত্রণ | Control of diseases in Paddy field

‪@RFInformationServices‬ ধানের রোগ নিয়ন্ত্রণ | Control of diseases in Paddy field আচ্ছা আমরা একটা কৃষক বন্ধুকে পেয়েছি উনি ধান চাষ করেছেন। সে ধান চাষ করার জন্য আমরা যদি লক্ষ্য করেছি সেখানে কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তাহলে রোগ এবং পোকা হয়েছে মুখ্য একটা সমস্যার মধ্যে তাইতো এবং এই যে রোগের কথা বলছি বা পোকার কথা বলছি এই কারণে যদি উপযুক্ত সময়ের মধ্যে এর প্রতিকার ব্যবস্থা না নেওয়া যায় উৎপাদনের ক্ষতি হয়ে যাবে। সেটাকে মাথায় রেখে রোগ এবং পোকা কিভাবে আপনি ধানের নিয়ন্ত্রণ করবেন সে সম্পর্কেআপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব। এখন যেটা দেখা দেয় এখন ধানের পাস কোটি ছাড়ার সময় খোলা পচা রোগ । এটা খোলা পচা দেখতে কেমন হয় দেখতে হয় যেমন বোড়া সাপ হয় না ,ঢোড়া সাপের যেমন ছোপ ছোপ দাগ থাকে তেমন এরও ছোপ ছোপ দাগ থাকে । এটি ছত্রাক ঘটিত রোগ । এই রোগটা দেখা দেয় মাটির জমির কিনারার দিকে আলের পর থেকে । কারণ ঘাস থেকে এই রোগটা ছড়ায় । তাহলে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি ধরনের কীটনাশক ব্যবহার করব ? আমরা দু ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি ।একটা হচ্ছে জৈব কীটনাশক যেটা ট্রাইকোডারমা ভেরিডি ৪ গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে । যখন একটা দুটো গাছের রোগটা দেখা দিয়েছে তখন স্প্রে করতে পারি । কিমবা জমি তৈরি করার সময় একর প্রতি দু কেজি হারে জৈব সারের সাথে মিশিয়েছে ছড়িয়ে দিতে পারি । এর পরবর্তীতে যদি নিয়ন্ত্রণের সম্ভব না হল তখন আমরা কি করি? তখন আমরা করি রাসায়নিক নিয়ন্ত্রণ ।কীটনাশক বা ছত্রাকনাশকের দ্বারা নিয়ন্ত্রণ । থিফ্লুজামাইড নামে যে ছত্রানশক আছে 24% সেটা আপনি 1.5 থেকে ২ এম এল প্রতি লিটার জলের মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন । এছাড়া প্রোপিকোনাজোল এর সাথে ট্রাইসাইক্লাজোল মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন ।

Comments