Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



কম্বোডিয়ার দর্শনীয় স্থানসমূহ ।। Tourist Spots of Cambodia

সৃষ্টিকর্তার সেরা সৃস্টি ও মানুষের তৈরি স্থাপনা,অসাধারণ স্থাপত্য শৈলীর মন্দির, বন্য প্রাণীতে ভরপুর গহিনঅরণ্য, পাহাড়, সমুদ্র সৈকত কী নেই? প্রাকৃতিক সুন্দার্য্য যেমন আছে তেমন আছে ছেছড়া চোর-সিনতাইকারি, আছে ভরপুর বিভিন্ন দেশের ঐতিহ্যবাহি খাবার। বলছিলাম দক্ষিণ-পূর্ব এশিয়ার সুন্দর দেশ কম্বোডিয়ার কথা। এখানে ভ্রমনে কি দেখবেন কোথায় থাকাবেন, তার বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকে পর্ব আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাবো। একটি টুকটুক ভাড়া নিয়ে দর্শনীয় স্থান দেখার জন্য বের হই। শুরুতেই চলে যাই রয়েল প্যালেস দেখতে। এর ভেতওে যারা প্রবেশ করতে চান তার সকাল ৭টা থেকে বিকেল ৪.৩০ এর মধ্যে যেতে পারেন। এখানকার টিকেট মূল্য ১০ ডলার। এখানে যেহেতু রাজা বসবাস করেন তাই নিরপত্তা ব্যাবস্থা অনেক বেশী। গোল্ডেন ট্যাম্বেল এটি কম্বোডিয়ার সবচেয়ে আকর্শনীয় ও মনোমুগ্ধকর স্থান। এখানে দেখতে পাবেন প্রাচীন ঐতিহ্যবাহি নিদর্শনগুলোর বেশকিছু। সেন্টাল মার্কেট কম্বোডিয়ার অন্যতম দর্শনায় স্থান। এখানে কেনাকাটা করা বেশ সহজ দামও কম। বিশেষ কওে বাংলাদেশের থেকেও এখানকার পোশাকের দাম কম কিন্তু মান বেশ ভালোই। সেন্ট্রাল মিউজিয়াম অব কম্বোডিয়া। রিভার সাইটের পাশেইএর অবস্থান। এখানে প্রবেশ করতে হলে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেতে হবে। টিকেট মূল্য ৫ ডলার। এখানকার মন্দিরগুলোর টানে প্রচুর পর্যটক পাড়ি জমান কম্বোডিয়ায়। এদেরমধ্যে সবচেয়ে বিখ্যাত অ্যাংকর ওয়াট। এখানে চমৎকার স্থাপত্য রীতির বেশকটি মন্দির আছে। মধ্যযুগে জঙ্গল সাফকরে তৈরি করা হয়েছিল মন্দিরগুলো। পাথরে খোদাই করা মুখের অবয়বের জন্য বিখ্যাত বেয়ন মন্দিরটিও আকৃষ্ট করে দর্শনার্থীদের। সন্ধ্যা নামলেই চলে আসুন রিভার সাইটে। মূলত কম্বোডিয়ার রাজধানী নমপেনের সরচেয়ে সুন্দও জায়গাএটি। এখানে বিশাল আকারের ফুটপথ ধওে অনায়াশে হাটতে পারবেন। সন্ধ্যার পর বিলাশবহুল বোর্ডে নদীতে ঘোরারও সুযোগ আছে। লাইটিং এর তালেতালে এখানে পর্যাটকরা আনন্দ করে থাকেন। ১ ঘন্টার ভ্রমনের ভাড়া ৫ ডলার। সাথে একটি বিয়ার ফ্রি নাইট মার্কেটটি খুব বেশী বড় নয়, এখানে খুব বেশী কেনার নাই। স্ট্রেন্টাল মার্কেটে কেনাকাটা এখানকার চেয়ে ভালো। বিনোদনের ব্যবস্থাও আছে নাইট মার্কেটে। .. এরপরচলে যেতে পারেন পাপ স্ট্রিটে। কম্বোডিয়ার সবচেয়ে আকর্শনীয় স্থান এটি। বিশেষকওে পর্যাটকদের কাছে এটি মনোরম স্থান। পাপ স্ট্রিট নাম এখানকার কার্যক্রমও পাপ। তাই খুব বেশী কিছু শেয়ার করছি না। এখানে ম্যাসাজ থেকে শুরু করে সব ব্যবস্থা আছে। তবে সাবধান আপনার সবকিছু হারানোর সম্ভবন আছে এখানে। প্রিয় বন্ধুরা কম্বোডিয়ার পাহাড় ও সমুদ্রের বেশ মিতালী আছে সেগুলো দেখতে হলে অন্তত ৪-৫দিন সময় নিয়ে যান। তাহলেই এগুলো ঘুরে দেখতে পারবেন। যোগাযোগ Facebook Page: https://www.facebook.com/saydulislame... Email: [email protected]

Comments