Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



যেভা‌বে এক‌টি নতুন ব্যবসা শুরু কর‌বেন। ১১ টি ধাপ ।

যেভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন তার -11 টি ধাপ! 1.প্রথমে সিদ্ধান্ত নিতে হবে "আপনি ব্যবসা করবেন"। এরপর আপনাকে ঠিক করতে হবে কোন ব্যবসা কি আপনার জন্য উপযুক্ত। একই সাথে ব্যবসার ধরন ঠিক করতে হবে ট্রেডিং অথবা উৎপাদনমূলক অথবা সেবামূলক ব্যবসা। ব্যবসার ধরন ঠিক করার পর আপনার ব্যবসা করার জন্য অফিস বা কারখানা করার জন্য স্থান নির্দিষ্ট করতে হবে। ব্যবসাটির সম্ভাবনা যাচাই করে একটি ব্যবসায় পরিকল্পনা তৈরি করতে হবে। 2.ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান অর্থাৎ মূলধন যোগাড় করতে হবে। 3.আপনাকে ঠিক করতে হবে আপনি একক ব্যবসা করবেন না যৌথ মালিকানাধীন ব্যবসা করবেন। যৌথ মালিকানাধীন ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করলে ঠিক করতে হবে তাকে পার্টনার/অংশীদার হিসেবে নিবেন। 4.ব্যবসার জন্য উপযুক্ত স্থানে জমি ক্রয়/ভাড়া/লীজ নিতে হবে। 5.ব্যবসার গঠন /কাঠামো অনুযায়ী ট্রেড লাইসেন্স অথবা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। 6.ব্যবসা সংক্রান্ত অন্যান্য রেজিস্ট্রেশন ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। 7.নির্ধারিত জায়গায় শিল্প স্থাপন করতে হবে। 8.শিল্প প্রতিষ্ঠান বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ প্রভৃতি ইউটিলিটি সার্ভিস নিশ্চিত করতে হবে। 9.ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয়, কাঁচামাল ক্রয় ও টেকনোলজি/প্রযুক্তি নির্বাচন করতে হবে। 10.যথাযথ পদ্ধতি মেনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। 11.ব্যবসায় পরিকল্পনা অনুযায়ী পন্য উৎপাদন এবং বিপণন করতে হবে। আপনাদের মধ্যে যারা বিজনেস শুরু করতে আগ্রহী কিন্তু কোন নির্দিষ্ট উপায় খুঁজে পাচ্ছেন না কোথা থেকে কি শুরু করবেন অাপনা‌দের কথা বি‌বেচনা ক‌রে অামরা এই ক‌ন্টেন্ট টি মেক ক‌রে‌ছি । এই ক‌ন্টেন্ট এ অামরা যে‌কোন নতুন ব্যবসা শুরু করার ১১ টি ধাপ উপস্থাপন ক‌রে‌ছি । অাশা কর‌ছি অাপনারা উপকৃত হ‌বেন । বিজ‌নেস সংক্রান্ত বি‌ভিন্ন ট‌পিক এ অামরা নিয়‌মিত ভি‌ডিও অাপ করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছি । তাই চ্যানেল টি সাবস্ক্রাইভ ক‌রে স‌ঙ্গে থাক‌তে পা‌রেন । ASSIST সম্প‌র্কে অা‌রো জান‌তে ভি‌জিট করুন: www.facebook.com/assist.com.bd

Comments