Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



দেখে আসুন মাটির বাড়ির অসাধারণ এক গ্রাম ধানজুড়ি।। Dhanjuri is a beautiful village of soil houses.

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ধানজুড়ি গ্রাম। আদিবাসী সাঁওতাল অধ্যুষিত এই গ্রামের শতাধিক বসতঘরের অধিকাংশই মাটির তৈরি। কৃষির ওপর নির্ভরশীল এই গ্রামের মানুষেরা যেনো অন্যদের থেকে খানিকটা আলাদা। তারা পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মেলবন্ধন রেখে চলেছেন বহুকাল ধরে। পরিচ্ছন্ন, সাজানো গোছানো ধানজুড়ি গ্রামের প্রত্যেকটি বাড়ি, গ্রামের ভিতর দিয়ে চলে যাওয়া, রাস্তার দুই পাশে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্মাণ করা। বিভিন্ন উৎসবকে উপলক্ষ করেই সাঁওতাল মেয়েরাই মূলত আল্পনা করে থাকে। প্রতি বছর ২৫ ডিসেম্বর বড়োদিনের পর থেকে একটা নিদিষ্ট সময়ের মধ্যে তারা বিয়ের কার্য সম্পাদন করে থাকেন। বিয়ে উপলক্ষে যে আল্পনা আঁকা হয় তা লেগে থাকে বছরের অনেকটা সময়। গ্রামের অধিবাসীরা জাতিতে সাঁওতাল হলেও তারা মূলত খ্রিষ্টান ধর্ম পালন করে থাকেন। গ্রামটিতে রয়েছে ঐতিহ্যবাহী ধানজুড়ি মিশন ও কুষ্ঠ হাসপাতাল। দূরদুরান্ত থেকে অনেক রোগীই আসেন এখানে সেবা নিতে। প্রকৃতিকে তারা দারুণভাবে ফুটিয়ে তুলেন তাদের মাটির ঘরের আল্পনায়। এসব মাটির বাড়ি আমাদের ঐতিহ্য। আসুন ঘুরে আসি, ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ির ধানজুড়ি গ্রাম।

Comments