Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ইটের গাঁথুনি ( Brick Masonry) I নির্মাণে আমি I A Shah Cement Initiative

ইটের পর ইট সাজিয়ে মশলা দ্বারা বন্ধন তৈরি করে ইটের গাঁথুনির কাজ করা হয় । এই মশলা শুধু ইটগুলোর পরস্পরের মধ্যে বন্ধন সৃষ্টিই করে না এটি ইটের গাঁথুনির শক্তি যোগায়। ইটের গাঁথুনির কাজ দ্বারা বাড়ির দেওয়াল, ভিত্তি নির্মাণ করা হয়ে থাকে। ইটের গাঁথুনিকাজের শক্তি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। চলুন আমরা এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেই।  ইট প্রথম শ্রেণীর হতে হবে এবং এই মান যাচাই করে ব্যবহার করতে হবে ।  সিমেন্ট, বালি ও পানির মিশ্রণে তৈরি মশলা ৩০-৪৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে কারণ এরপর মশলা জমে কার্যকারিতা কমতে শুরু করে।  কোনভাবেই শক্ত হয়ে যাওয়া মশলা নরম করার জন্য নতুন করে পানি মিশানো যাবে না অথবা শুকনো মশলা নতুন বানানো মশলার সাথে মেশানো যাবে না।  ইট ভেজানো , মশলা তৈরির ইত্যাদি কাজে সুপেয় বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।  গাঁথুনির কাজের জন্য মশলা তৈরিতে সাধারণত চিকন বালি ব্যবহার করা হয়।  আমাদের দেশে সাধারণত ভার বহনকারী দেওয়ালের অর্থাৎ ১০ ইঞ্চি বা এর অধিক পুরুত্ব বিশিষ্ট কাজের জন্য ১ ভাগ সিমেন্ট ও ৬ ভাগ বালি মিশিয়ে মসলা তৈরি করা হয়। এক্ষেত্রে গাঁথুনিতে মসলার পুরুত্ব ১/২ ইঞ্চি হবে।  সীমানা প্রাচীর বা পার্টিশন দেওয়ালের অর্থাৎ ৫ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট কাজের জন্য ১ ভাগ সিমেন্ট ও ৪ ভাগ বালি মিশিয়ে মশলা তৈরি করা হয়। সেক্ষেত্রে গাঁথুনিতে মসলার পুরুত্ব ১/২ ইঞ্চি এর বেশি হবে না। গাঁথুনির কাজের ক্ষেত্রে ১ দিনে সর্বোচ্চ ৫ ফুট পর্যন্ত এবং একবারে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত গাঁথুনির কাজ করা উচিত। কোনভাবেই একেবারে ৩ ফুট এর বেশি গাঁথুনির কাজ করা নয় কারণ এতে করে দেওয়াল বাঁকা হওয়া ও হেলে পড়ার সম্ভাবনা থাকে। পয়েন্টিং ইট বা পাথরের গাঁথুনির কাজকে দৃষ্টি নন্দন করার জন্য অনেক ক্ষেত্রে পয়েন্টিং করা হয়। পয়েন্টিং এর কাজ এমন ভাবে করতে হবে যাতে মশলা জয়েন্টের ভেতর দিয়ে বৃষ্টির পানি বা আর্দ্রতা প্রবেশ করতে না পারে। পয়েন্টিং এর আগে দেওয়ালের সারফেস ভাল করে পরিষ্কার পানি দিয়ে ভিজাতে হবে। ইট বা পাথরের গাঁথুনির জয়েন্টের মসলা ১/২’’ গভীর পর্যন্ত চেছে ফেলে দিয়ে মশলা দিয়ে পয়েন্টিং এর কাজ করা হয়। ভাল বন্ডিং এর জন্য গাঁথুনির জয়েন্ট এ মশলা কাঁচা থাকা অবস্থায় পয়েন্টিং এর কাজ করা উচিত।

Comments