Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



উপবন এক্সপ্রেস ট্রেন || নতুন ট্রেনের এক্সক্লুসিভ রিভিউ

৭৩৯ উপবন এক্সপ্রেস ট্রেন রিভিউ #Dhaka_to_Sylhet #Upaban #Train #Bangladesh_Railway নতুন আমদানিকৃত পিটি ইনকার কোচ যুক্ত হওয়ার পর উপবন এক্সপ্রেসে ভ্রমণের সুযোগ পেয়ে গেলাম| অফিসের কাজ শেষে ঢাকা থেকে ফেরার জন্য এই ট্রেনটিই বেস্ট মনে হলো| ৯:০২ এ ছাড়বে বিমানবন্দর রেল স্টেশন থেকে| সন্ধ্যা ৭টার দিকে অনলাইনে ঢুকে পেয়ে গেলাম উপবনের টিকিট| আর এই ব্রান্ড নিউ ট্রেনের ভ্রমণ রিভিউটি আমার ইউটিউব পেজে আপলোড করা আছে, আপনারা এই লিংকে গিয়ে দেখতে পারেন: ঠিক ৯ টাই পৌছালাম স্টেশনে| কমলাপুর থেকে ২ মিনিট লেট স্টাট হলেও একেবারে সঠিক সময়েই স্টেশনে প্রবেশ ট্রেনের, রাস্তা থেকে দৌড় দিয়ে কোনমতে ট্রেন ধরলাম| ২ মিনিট পরই ট্রেন ছেড়ে দিল| ধীর গতিতে টঙ্গী পর্যন্ত পার হতে সময় লাগলো| এরপর ট্রেনে ফুল সেকশনার স্পিডে চলা শুরু করলো| টঙ্গী থেকে নরসিংদী পর্যন্ত একটানা ৭০-৭৫ কিমি/ঘণ্টা স্পিডে চলে মাত্র ৪৫ মিনিটেই বিমানবন্দর থেকে নরসিংদী!! এরপর আবার যাত্রা শুরু| ঢাকা থেকে ভৈরব পেতে উপবনের সময় লাগলো ১ ঘন্টা ১৫ মিনিট! যারা ঢাকা থেকে নরসিংদী বা ভৈরব যেতে চান তাদের জন্য বেস্ট টাইমিং| বাসে তো ঢাকা থেকে বের হতেই এক দেড় ঘন্টা লেগে যায়| ২ ঘন্টায় আখাউড়া বাইপাস পার হয়ে গেলাম| কিন্তু তারপর থেকে খারাপ নড়বড়ে সেকশন| শায়েস্তাগঞ্জ পেতে সময় লাগলো ঢাকা থেকে ৩ ঘন্টা ২০ মিনিট| আর শ্রীমঙ্গল এ ট্রেন ঢুকলো ৮ মিনিট বিফোরে!! রাত ১টা ২২ এ| আমার ভ্রমণ এখানেই শেষ| আমি যাবো মৌলভীবাজার, তাই শ্রীমঙ্গল নেমে সিএনজি তে করে আবার যাত্রা করা লাগবে| উপবনে অনেক পর্যটক আসলো| কিন্তু সময়টা তাদের জন্য খুব একটা উপযুক্ত না| স্টেশনে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের কিছু করার নাই!! নতুন ট্রেনে জার্নিটা অনেক আরামদায়ক ছিল| সময়ও অনেক কম লেগেছে, মাত্র ৪ ঘন্টা ৫২ মিনিট| ট্রেন যথেষ্ট পরিষ্কার থাকলেও যাত্রীদের দায়িত্ববান হতে হবে, অনেকেই দেখছি কাগজের ঠোংগা সীটের নিচেই ফেলতে!! এই ধরনের অভ্যাস পরিবর্তন করা উচিত| আর রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই নতুন রেলকে ভিক্ষুক ও হকার মুক্ত করা|

Comments