Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб SUNDARBANS | পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন | Just MCQ | 4K | в хорошем качестве

SUNDARBANS | পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন | Just MCQ | 4K | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



SUNDARBANS | পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন | Just MCQ | 4K |

SUNDARBANS | পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি #সুন্দরবন | Just MCQ | 4K | সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐশ্বর্যের অপূর্ব লীলাভূমি এ বন । সুন্দরবনে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ । আর এ গাছের নাম অনুসারে বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন । এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার । জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ চমৎকার এই সুন্দরবন । সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় । দুই প্রতিবেশি দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে সুন্দরবন বিস্তৃত। সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কি.মি। সুন্দরবনের বৃহত্তর অংশটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এই অংশের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কি.মি। এই বনের বাকি অংশটুকু রয়েছে ভারতে। হিমালয় পর্বতের ভূমি ক্ষয়জনিত জমা পলি মাটি থেকে সুন্দরবনের ভূভাগ সৃষ্টি হয়েছে । বাংলাদেশে অভ্যন্তরীণ মাটির তুলনায় সুন্দরবনের মাটি কিছুটা ভিন্ন । সুন্দরবনের মাটি পলিযুক্ত দোআঁশ মাটি । জোয়ার ভাটার কারণে এখানকার পানি লবণাক্ত । সুন্দরবনের বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ° এবং সর্বনিম্ন ২১.৭ °। সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। এছাড়া এই বনভূমিতে রয়েছে বিখ্যাত সুন্দরী ও গোলপাতা গাছের সমারোহ। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে। বাংলাদেশে বর্তমানে এর মোট ভূমির আয়তন ৪,১৪৩ বর্গ কি.মি. এবং নদী ও খালসহ বাকি জলধারার আয়তন ১,৮৭৪ বর্গ কি.মি. । সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানি মিলন স্থান। সুন্দরবনের জনসংখ্যা ৪০ লক্ষের বেশি। এসব জনসংখ্যার জীবিকা নির্বাহের পাশাপাশি সুন্দরবন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এটি দেশের বনজ সম্পদের সর্ববৃহৎ উৎস । কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাঁচামালের জোগান দেয় সুন্দরবন । খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল সুন্দরবনের বনজ সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে । এ বনের প্রবাহমান নদী থেকে নিয়মিত আহরণ করা হয় বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া ও শামুক ঝিনুক । প্রাণী ব্যতীত বনের অস্তিত্ব কল্পনা করা যায় না । সুন্দরবনে ব্যাপক প্রাণীবৈচিত্র্য বিদ্যমান। সুন্দরবনের বাস্তুসংস্থান মৌলিক প্রকৃতির এবং যা বন্য প্রাণীর বিশাল আবসস্থল। এ বনে ১২০ প্রজাতির মাছ , ২৭০ প্রজাতির পাখি , ৪২ প্রজাতির স্তন্যপায়ী , ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮ প্রজাতির উভচর প্রাণী রয়েছে । সুন্দরবনের কথা বললেই বাঘের কথা মনে হয় । সরকারি হিসেব মতে এব বনে প্রায় ৫০০ বাঘ রয়েছে। আর এসব বাঘের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার । যার একমাত্র আবাসস্থল সুন্দরবন । এছাড়া এক সময় প্রচুর পরিমাণে চিতাবাঘ ছিল এ বনে । বাঘের পরেই সুন্দরবনে হরিণের প্রভাব বেশি । এ বনে বেশ কয়েক প্রজাতির প্রায় ৩০,০০০ হরিণ রয়েছে । এগুলো হলো- মায়াহরিণ , চিত্রা হরিণ , বারোশিঙা হরিণ , সাম্বার জাতের হরিণ , ঘাস - পাতা খেয়েই এরা জীবন ধারণ করে। ২১ শতকের শুরু থেকে বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, গন্ডার এবং কুমিরের এর মত কিছু কিছু প্রজাতি সুন্দরবনে বিরল হয়ে উঠেছে বর্তমানে সুন্দরবনের প্রাণিকুল ধ্বংসের মুখে । সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে । অবাধে বৃক্ষনিধন , পশু শিকার ও মানুষের পরিবেশবিরোধী কার্যকলাপ সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র ধ্বংস করছে । সম্প্রতি শ্যালা নদীতে তেল ট্যাংকার দুর্ঘটনার কারণে বিপর্যস্ত হয়েছে সুন্দর বনের পরিবেশ । এছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র , সরকারি সাইলো গুদাম বনের পরিবেশকে প্রতিনিয়ত ধ্বংস করছে । প্রাণিজগৎ বিলুপ্ত হয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে । প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং আমাদের সুন্দরবনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত দল - মত নির্বিশেষে সকলকে নিয়ে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে । #Just_MCQ #সুন্দরবন #Royel_Bengal_Tiger #sundarbans #worlds_largest_mangrove_forest #india #bangladesh

Comments