Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 1st Himu Shomabesh Sylhet в хорошем качестве

1st Himu Shomabesh Sylhet 11 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



1st Himu Shomabesh Sylhet

প্রয়াত নন্দিত লেখক হু‍মায়ূন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে তারই ভক্তদের ফেইসবুকভিত্তিক একটি সংগঠন 'হিমু পরিবহন'।এই হাসপাতাল নির্মাণের জন্য জনমত তৈরি ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গঠিত এই ভার্চুয়াল সংগঠনটি প্রথম 'হিমু সমাবেশ' করেছে সিলেটে। সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে হিমু পরিবহন, সিলেট কাউন্টার। সমাবেশে বলা হয়, 'হুমায়ূন আহমেদ ইন্টারন্যাশনাল ক্যান্সার হসপিটাল' নির্মাণের লক্ষ্যে জনমত তৈরি ও অর্থসংগ্রহের উদ্দেশ্যে দেশব্যাপী 'হিমু পরিবহন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। এ সংগঠনের কর্মীরা দেশব্যাপী প্রচারণা চালিয়ে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। সমাবেশে হিমু পরিবহন, সিলেট কাউন্টারের উদ্যোক্তা ফয়সাল বলেন, "প্রায় ১০ একর জমির উপর ঢাকার আশেপাশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে আমরা অর্থ সংগ্রহ ও জনমত তৈরির কাজ করছি।"আগামী ১৯ জুলাই এই ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান ফয়সাল। তিনি বলেন, "এজন্য দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আশা করছি, সবার সহযোগিতায় হিমু পরিবহনের এই উদ্যোগ সফল হবে।" হিমু পরিবহন, সিলেট কাউন্টারের উদ্যোক্তা ফয়সাল ও নিসাত বন্যার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কশিমনার এজাজ আহমদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস ও ইমতিয়াজ উদ্দিন।

Comments