Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ত্রিকোণ প্রেমে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর আত্ম*হ*ত্যা | চন্দ্রাবতীর বাড়ি মন্দির কিশোরগঞ্জ в хорошем качестве

ত্রিকোণ প্রেমে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর আত্ম*হ*ত্যা | চন্দ্রাবতীর বাড়ি মন্দির কিশোরগঞ্জ 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ত্রিকোণ প্রেমে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর আত্ম*হ*ত্যা | চন্দ্রাবতীর বাড়ি মন্দির কিশোরগঞ্জ

ত্রিকোণ প্রেমে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর আ ত্ম হ ত্যা। চন্দ্রাবতী বাড়ি ও মন্দির কিশোরগঞ্জ। চন্দ্রাবতী, জয়ানন্দ ও আসমানীর প্রেম। চন্দ্রাবতীর মন্দির চন্দ্রাবতীর বাড়ি চন্দাবতী বাংলার প্রথম মহিলা কবি কিশোরগঞ্জের দর্শনীয় স্থান মধ্যযুগের প্রথম মহিলা কবি নীলগঞ্জ চন্দ্রাবতি tourist places of Kishoreganj ----------- চন্দ্রাবতী। এ দেশের প্রথম নারী কবি। তাঁর জীবনকাহিনি নাটকের চেয়েও নাটকীয়, বেদনাভারাতুর। সেই মধ্যযুগের কালপর্ব থেকে এখন অব্দি পালা রচিত হয়েই চলেছে এই মহীয়সীকে নিয়ে। কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে পাতুয়াইর গ্রাম। এক সময় নির্জন আর বন-জঙ্গলে ঘেরা অনেকটা দুর্গম পাতুয়াইর গ্রাম ছিল ফুলেশ্বরী নদীর তীরে। এখন আর নদীর কোন চিহ্ন নেই। তবে পাথুয়াইর গ্রামেই মধ্যযুগের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর শিবমন্দির ও তার পূর্বপুরুষের বাড়ির স্মৃতি বয়ে চলছে আজো। কালের নীরব সাক্ষী হয়ে আজো দাঁড়িয়ে আছে চন্দ্রাবতীর শিবমন্দির আর ভগ্নপ্রায় কয়েকশ’ বছরের পুরনো বাড়ি। যার প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে নানা কিংবদন্তি। ষোড়শ শতকের মনসামঙ্গল-এর কবি দ্বিজ বংশীদাস আর সুলোচনা দেবীর ঘরে জন্মেছিলেন তিনি। জন্মস্থান কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রাম। কিশোরগঞ্জ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য-লোকসাহিত্য তথা লোকমানসে কবি চন্দ্রাবতী এক উজ্জ্বল নক্ষত্ররূপে প্রতিভাত। যে যুগে নারীর জন্য বিদ্যাচর্চা কিংবা কাব্যকলাচর্চা খুব সহজ-সাধারণ ঘটনা ছিল না, সে যুগে তিনি স্বীয় প্রতিভা আর সৃজনশীল শক্তিতে রচনা করে গেছেন চমৎকার সব লোকগীতিকা, পালাকাব্য, গান ও রামায়ণকাহিনি। খানিক আগেই বলা হয়েছে যে এ দেশের নারীদের মধ্যে তিনিই প্রথম, যিনি তৎকালীন বিরুদ্ধ সামাজিক বাস্তবতায় কাব্যরচনা করার মতো ‘সাহস’দেখিয়েছিলেন। রোমান্টিক মনের অধিকারী চন্দ্রাবতীর বাস্তব জীবনে ঘটে যাওয়া প্রেমের বিয়োগান্তক ঘটনার বিবরণ পাওয়া যায় মৈমনসিংহ গীতিকার নয়ানচাঁদ ঘোষ রচিত চন্দ্রাবতী পালায়। ১২টি অধ্যায়ে ৩৫৪টি ছত্রের এ লোকগাঁথাটি চন্দ্রাবতীর জীবনীর তথ্যভিত্তিক লিখিত প্রামাণ্য দলিল। নয়ানচাঁদ ঘোষের বর্ণনায়, সুন্দরী চন্দ্রাবতীর সাথে তাঁর বাল্যসখা জয়ানন্দের বন্ধুত্ব যৌবনকালে গভীর প্রেমে পরিণত হয়। ফলে চন্দ্রাবতীর প্রেমিক মন উদ্বেলিত হয়, যা বর্ণিত হয়েছে নিন্মলিখিত ছন্দে: 'তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া। তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। বাড়ীর আগে ফুইট্যা রইছে মল্লিকা মালতী। জন্মে জন্মে পাই যেন তোমার মত পতি।' অবশেষে সামাজিকভাবে দুই পরিবারের সম্মতিতে জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিয়ে ঠিক হয়। সে বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎ ঘটে যায় আরেক ঘটনা। আসমানি নামে একটি মুসলমান মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাঁকেই বিবাহ করে চঞ্চলমতি জয়ানন্দ। এই মর্মান্তিক খবরে চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে নাওয়া-খাওয়া ত্যাগ করেন। নিদারুণ আঘাতে মুষড়ে পড়া চন্দ্রাবতীকে বিপর্যয়কর অবস্থা থেকে উদ্ধারের জন্য বংশীদাস কন্যাকে একমনে শিবের নাম জপ করতে আর রামায়ণ লিখতে উপদেশ দিলেন। এসময় চন্দ্রাবতী পিতা দ্বিজ বংশীদাশের কাছে দুটি প্রার্থনা করেন। একটি ফুলেশ্বরী নদীর তীরে মন্দির প্রতিষ্ঠা করা এবং অন্যটি চিরকুমারী থাকার ইচ্ছা। চন্দ্রাবতী পালায় তার বর্ণনা রয়েছে: 'অনুমতি দিয়া পিতা কয় কন্যার স্থানে শিবপূজা কর আর লেখ রামায়ণে।' দ্বিজ বংশীদাশ তাঁর দু’টি প্রার্থনাই মঞ্জুর করলেন। এভাবেই এক সময়ের খরস্রোতা নদী ফুলেশ্বরীর তীরে স্থাপিত হয় চন্দ্রাবতীর শিবমন্দির। বিরহী প্রেমের স্মৃতিময় সে জীবন চন্দ্রাবতী কাটিয়ে দিয়েছেন সাহিত্যের ভেতর। কিছুকাল পর জয়ানন্দ অনুতপ্ত হয়ে আবার তার কাছে ফিরে এলেও চন্দ্রাবতী আর তার সাথে দেখা করেন নি। প্রত্যাখাত হয়ে জয়ানন্দ চন্দ্রাবতীর উদ্দেশ্যে মন্দিরের দ্বারে লিখে যা: 'শৈশব কালের সঙ্গী তুমি যৌবনকালের সাথী। অপরাধ ক্ষমা কর তুমি চন্দ্রাবতী। পাপিষ্ঠ জানিয়ো মোরে না হইল সম্মত। বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মত।' চন্দ্রাবতী অনেক পরে মন্দির খুলে এ লেখা দেখতে পান। ওই লেখা ধুয়ে ফেলার জন্য চন্দ্রাবতী নদীর ঘাটে জল আনতে গিয়ে দেখেন আত্মঘাতী ও বিরহী জয়ানন্দের মৃতদেহ জলের উপর ভাসছে। জয়ানন্দের মৃত্যু থামিয়ে দেয় চন্দ্রাবতীকেও। নিজের আবেগ ধরে রাখতে না পেরে ফুলেশ্বরীতে ঝাঁপ দিয়ে জয়ানন্দের শেষ যাত্রায় সঙ্গী হলেন তিনি। সপ্তদশ শতকের লোককবি এই চন্দ্রাবতী, যিনি মৈমনসিংহ গীতিকা সংশ্লিষ্ট একজন সফল লোকগীতিকা-পালাকারই শুধু নন, ব্যতিক্রমধর্মী এক ‘রামায়ণ’ রচনাকারও। #tuhinontheway #Chandrabati #BengaliPoet #MedievalPoetry #BanglaLiterature #LoveHistory #মহিলাকবিচন্দ্রাবতী #কবিচন্দ্রাবতীরবাড়ি Dark Walk by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. https://creativecommons.org/licenses/... Source: http://incompetech.com/music/royalty-... Artist: http://incompetech.com/ Please Connect our Different Social Platform: Facebook-----   / ln.tuhin     / tuhin.otw   Instagram ID------   / ln.tuhin   Twiter----   / lntuhin   Linkdin----   / mustofa-md-khairul-alam-b4695775  

Comments