Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



গুটি কলম বা শাখা কলম করার সঠিক পদ্ধতি (Part-1) ll Bangla

বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করেছি কিভাবে সঠিক পদ্ধতিতে গুটি কলম বা শাখা কলম করতে হয়। সাধারণত কাটিং পদ্ধতিতে যেসকল গাছের চারা করতে সফলতা কম সে সকল গাছে গুটি কলম বা শাখা কলম করে সফল হওয়া যায়। ফলের গাছের মধ্যে পেয়ারা, জামরুল, সফেদা, লেবু জাতীয় ফল, লিচু ইত্যাদি এবং ফুলের মধ্যে গন্ধরাজ, বেলী, জুঁই ইত্যাদি গাছে গুটি কলম করার সফলতা বেশ ভালো। গুটি কলম করার জন্য এটেল বা এটেল দো-আশ মাটির সাথে সমপরিমান পচা শুকনা গোবর মিশিয়ে মন্ড বানিয়ে নিতে হবে। কলম বাধার জন্য ১/২ বছর বয়সী সুস্থ্য, নিরোগ তাজা একটি ডাল বাছাই করে সুবিধাজনক একটি গিঠের একটু নিচে দুই ইঞ্চি পরিমান অংশের বাকল ভালো ভাবে তুলে নিয়ে সেই অংশটির উপরে নিচে এক ইঞ্চি সহ পুরো অংশটি তৈরীকৃত মাটির মন্ড দিয়ে আবৃত করে দিতে হবে। মাটিটি পলিথিন দিয়ে পেচিয়ে নীচের অংশটি শক্ত করে বেধে দিতে হবে এবং উপরের অংশটি অপেক্ষাকৃত হালকা করে বেধে দিতে হবে যাতে বৃষ্টির সময় বা পানি দিলে ভিতরে চুইয়ে পানি প্রবেশ করতে পারে। অতিরিক্ত রোদের হাত থেকে কলমটি রক্ষা করার জন্য পলিথিনের উপরে একটি কাপড়ের টুকরা দিয়ে পেচিয়ে দেয়া যেতে পারে।বৃষ্টি না থাকলে কলমের উপরের অংশে ২/৩ দিন পর পর হালকা পানি দিয়ে ভিজিয়ে দিলে ভালো হয়। ৩ সপ্তাহ থেকে ২ মাসের মধ্যে কলমটিতে প্রথমে সাদা শিকড় বেড়িয়ে আসবে এবং কিছুদিনের মধ্যে সেগুলো বদামী হয়ে গেলে কলমের নিচের অংশে সাবধানে কেটে নিয়ে মাটিতে বা টবে লাগাতে হবে।বন্ধরা এটি ভিডিওটির প্রথম পর্ব। সঠিক পদ্ধতিতে গাছ থেকে কলমটি কেটে কিভাবে টবে বা মটিতে লাগাতে হবে তার একটি ভিডিও "গুটি কলম বা শাখা কলম করার সঠিক পদ্ধতি পর্ব-২" নামে আপলোড করবো। আশা করছি সাথেই থাকবেন। ধন্যবাদ #গুটিকলম #শাখাকলম #কলমকরারনিয়ম

Comments