Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб জলাশয়ের অলংকার শাপলা ও পদ্ম | Water lily and Lotus| 2021 | ***Aquatic Beauty*** в хорошем качестве

জলাশয়ের অলংকার শাপলা ও পদ্ম | Water lily and Lotus| 2021 | ***Aquatic Beauty*** 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



জলাশয়ের অলংকার শাপলা ও পদ্ম | Water lily and Lotus| 2021 | ***Aquatic Beauty***

জলাশয়ের অলংকার শাপলা ও পদ্ম | Water lily and Lotus| 2021 | **Aquatic Beauty** বর্ষার স্নান সেরে প্রকৃতি এখন সেজেছে মোহনীয় রূপে। নীল আকাশের ক্যানভাসে ভেসে বেড়ানো ধবল তুলো মেঘ আর মৃদু বাতাসে দোল খাওয়া শুভ্র কাশের মঞ্জুরির সাথে আরো যোগ হয়েছে টইটম্বুর জলাশয়ে ফুটে থাকা শাপলা ও পদ্মের অনাবিল সৌন্দর্য। পৃথিবীতে নানা ধরণের শাপলা ফুল দেখা গেলেও বাংলাদেশে তিন ধরণের শাপলা ফুল দেখা যায়। সাদা শাপলা, লাল শাপলা ও নীল শাপলা। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় সাদা শাপলা। সৌন্দর্য, ব্যাপক বিস্তৃতি ও অধিক প্রাপ্যতার কারণে এই ফুল পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা । শাপলার পাতাগুলো পানির উপর ভেসে থাকে। পাতা কিছুটা হৃদপিন্ডাকার এবং এক পাশে বিভক্ত। পাতার রঙ সবুজ, পাতার প্রান্ত ঘিরে ধারালো খাঁচ থাকে। এর কান্ড পানির নিচে মুলের সাথে যুক্ত থাকে এবং মূল মাটিতে প্রবিদ্ধ থাকে। শাপলার শুষ্ক বীজ ভেজে এক ধরণের জনপ্রিয় খৈ তৈরি হয়, যার নাম ঢ্যাপের খৈ। প্রায় সারাবছরই শাপলা ফোটে। তবে বর্ষা ও শরতেই ফুলটি বেশি দেখা যায়। শাপলার কাছাকাছি বৈশিষ্ট্যের ফুল- পদ্ম। এটি সৌন্দর্য, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। পদ্মফুলের পাতা শাপলা পাতার চেয়ে একটু বড় এবং গোলাকার। পদ্মফুল সুগন্ধীময় ও বিভিন্ন রঙের হয়। আমাদের দেশে সাধারণত দুই ধরণের পদ্মফুল পাওয়া যায়। রক্তপদ্ম এবং শ্বেতপদ্ম। শরতের শেষে পদ্মফুল ফুটতে শুরু করে। বাংলাদেশের প্রায় সকল ধরণের অভ্যন্তরীণ জলাশয়ে শাপলা ও পদ্ম প্রাকৃতিকভাবেই জন্মে। জলাশয়ে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানিতে অক্সিজেন সরবরাহে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে জলজ পরিবেশে নানা প্রজাতির অমেরুদন্ডী প্রাণী, মাছ ও জলজ প্রাণীর প্রাচুর্যতা দেখা যায়। ফুলের নির্যাস সংগ্রহ করতে শাপলা ও পদ্ম ফুলে উড়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ। আবার, এসব কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে বেশ কিছু প্রজাতির বন্যপ্রাণী। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখিও শাপলা-পদ্মে আশ্রয় খুঁজে পায়। দিনভর পাতার ভাঁজ ভেঙে হেঁটে চলে কালেম, পাতিকুট, পাতি সরালি, নেউপিপি। খাদ্য হিসেবেও পদ্ম ও শাপলার লতা, মূল ও বীজ বেশ জনপ্রিয়। এজন্য হাওরপাড়ের অসংখ্য মানুষের জীবন ও জীবিকা এসব উদ্ভিদের উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু অধিক আহরণ, জলজ দূষণ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, জলাশয় ভরাট, কৃষিজমি সম্প্রসারণ ইত্যাদি কারণে শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদ আজ হুমকির মুখে। এসব উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে এদের উপর নির্ভরশীল প্রাণী। সর্বোপরি জলজ প্রতিবেশব্যবস্থা নষ্ট হবে। এজন্য শাপলা ও পদ্মসহ অন্যান্য জলজ উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে জলজ প্রতিবেশব্যবস্থা রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নিতে হবে। তবেই আমাদের জলাশয়ের পরিবেশ ভাল থাকবে, আমরা ভাল থাকবো। To reach us: Web: http://www.pojf.org Phone: (+88 02) 9830376-80 E-mail: [email protected] Facebook:   / pojfoundation   Twitter:   / prokritiojibon   #Water_lily #Lotus #Prokriti_Kotha

Comments