Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



পল্লী কবি জসীম উদ্দীনের স্মৃতি চারণ

পল্লী কবি জসীমউদ্‌দীন জন্ম মোহাম্মাদ জসীমউদ্‌দীন মোল্লা ১ জানুয়ারি ১৯০৩ তাম্বুলখানা, ফরিদপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) মৃত্যু ১৩ মার্চ ১৯৭৬ (বয়স ৭৩) ঢাকা, বাংলাদেশ পেশা কবি জাতীয়তা বাংলাদেশী নাগরিকত্ব বাংলাদেশ শিক্ষা বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ধরন কবিতা উল্লেখযোগ্য রচনাবলি নকশী কাঁথার মাঠ সোজন বাদিয়ার ঘাট উল্লেখযোগ্য পুরস্কার একুশে পদক, স্বাধীনতা পুরস্কা কবর – জসীম উদ্‌দীন ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি, লাঙ্গল লইয়া ক্ষেতে ছুটিতাম গাঁয়ের ও-পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি-সাব মোর তামাশা করিত শত। কাব্যগ্রন্থ রাখালী (১৯২৭ নকশী কাঁথার মাঠ (১৯২৯) বালুচর (১৯৩০) ধানখেত (১৯৩৩) সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪) হাসু (১৯৩৮) রুপবতি (১৯৪৬) মাটির কান্না (১৯৫১) এক পয়সার বাঁশী (১৯৫৬) সকিনা (১৯৫৯) সুচয়নী (১৯৬১) ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২) মা যে জননী কান্দে (১৯৬৩) হলুদ বরণী (১৯৬৬) জলে লেখন (১৯৬৯) পদ্মা নদীর দেশে (১৯৬৯) কাফনের মিছিল (১৯৭৮) মহরম দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭) নাটক পদ্মাপার (১৯৫০) বেদের মেয়ে (১৯৫১) মধুমালা (১৯৫১) পল্লীবধূ (১৯৫৬) গ্রামের মেয়ে (১৯৫৯) ওগো পুস্পধনু (১৯৬৮) আসমান সিংহ (১৯৮৬) আত্মকথা যাদের দেখেছি ((১৯৫১) ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১) জীবন কথা ( ১৯৬৪) স্মৃতিপট (১৯৬৪) স্মরণের সরণী বাহি (১৯৭৮) উপন্যাস বোবা কাহিনী (১৯৬৪) ভ্রমণ কাহিনী চলে মুসাফির (১৯৫২) হলদে পরির দেশে ( ১৯৬৭) যে দেশে মানুষ বড় (১৯৬৮) জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫) সঙ্গীত রঙিলা নায়ের মাঝি (১৯৩৫) গাঙের পাড় (১৯৬৪) জারি গান (১৯৬৮) মুর্শিদী গান (১৯৭৭) অন্যান্য বাঙালির হাসির গল্প ১ম খন্ড (১৯৬০), ২য় খন্ড (১৯৬৪) ডালিমকুমার (১৯৮৬) গানের শিরোনাম আমার সোনার ময়না পাখি আমার গলার হার খুলে নে আমার হার কালা করলাম রে আমায় ভাসাইলি রে আমায় এতো রাতে কেমন তোমার মাতা পিতা নদীর কূল নাই কিনার নাই ও বন্ধু রঙিলা রঙিলা নায়ের মাঝি নিশ্তে যাইও ফুলবাণে, ও ভোমরা ও বাজান চল যাই মাঠে লাঙল বাইতে প্রানো শখি রে ঐ শুনে কদম্ব তলে ও আমার দরদি আগে জানলে বাঁশরি আমার হারাই গিয়াছে বালু চরের মেয়া বাদল বাঁশি ওরে বন্ধু গাঙ্গের কূলরে গেলো ভাঙিয়া ও তুই যারে আঘাত হানলিরে মনে ও আমার গহীন গানের নায়া আমার বন্ধু বিনুধিয়া পুরস্কার প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরম্যান্স, পাকিস্তান (১৯৫৮) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি, ভারত (১৯৬৯) ১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন একুশে পদক, বাংলাদেশ (১৯৭৬) স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর) www.bensound.com

Comments