Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



আমাকে ভালোবেসেই গরুর নাম রেখেছে: হিরো আলম। Hero Alom | Bijoy TV

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম আশরাফুল আলম ওরুপে হিরো আলম। তার নামের সঙ্গে ভাইরাল শব্দটি ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি যখন যা করেন তা নিয়েই হয় আলোচনা সমালোচনা। শুধু তাই নয় তাকে ঘিরে ঘটে আজব সব ঘটনাও। তবে এবারের ঘটনা পূর্বের সব কিছুকে ছাপিয়ে গেছে। কেননা আসছে ঈদুল আজহায় গরুর হাটেও তার নামটি সাড়া ফেলেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যাপক আলোচেনা। অনেকে করছেন হাসি ঠাট্টাও। মূলত বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামের এক যুবক শখের বসে পালন করা একটি বৃহৎ ষাঁড়ের নাম রেখেছেন হিরো আলম। আর সেই ষাঁড়টিই এখন আলোচনার তুঙ্গে। এ প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে জানান, ‘মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর নাম রাখে, কেউ আবার ভাস্কর্য বানায়, কেউ টি-শার্ট বের করে। তার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।’ হিরো আলম আরও জানান, ‘যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে বলেন- ‘আপনি মানুষের পাশে থাকেন, আপনাকে ভালোবেসেই গরুর নামটা আপনার নামে রেখেছি।’ অনেকেই আমার নাম ব্যবহার করে। এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই।’ জানা যায়, কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত ৮ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার এই হিরো আলম গরুটির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে ভিড় করছে স্থানীয়রা। কিন্ত হিরো আলমের মালিক তাকে হাটে না নিয়ে বাড়িতে রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে বিক্রির চেষ্টা করছেন। copyright © A BIJOY TV Production-2022 সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে Website: http://bijoy.tv/ Facebook:   / bijoytvlimited   Youtube:    / bijoytvofficial  

Comments