Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ৭০ টাকা ফিতরা দিলে গুনাহ হবে? জানুন ইসলামিক ব্যাখ্যা!┇মাওলানা মমতাজুল ইসলাম┇Maulana Momtazul Islam в хорошем качестве

৭০ টাকা ফিতরা দিলে গুনাহ হবে? জানুন ইসলামিক ব্যাখ্যা!┇মাওলানা মমতাজুল ইসলাম┇Maulana Momtazul Islam 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



৭০ টাকা ফিতরা দিলে গুনাহ হবে? জানুন ইসলামিক ব্যাখ্যা!┇মাওলানা মমতাজুল ইসলাম┇Maulana Momtazul Islam

৭০ টাকা ফিতরা দিলে গুনাহ হবে? জানুন ইসলামিক ব্যাখ্যা! ফিতরা বা সদকাতুল ফিতর হলো সেই দান, যা রমজানের শেষ সময়ে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য আদায় করা আবশ্যক। এটি মূলত গরিব-মিসকিনদের ঈদের দিন আনন্দের অংশীদার করতে এবং রোযাদারের জন্য রোযার ক্ষতিকর প্রভাব দূর করতে নির্ধারিত। কিন্তু প্রশ্ন হলো, ৭০ টাকা ফিতরা দিলে তা গ্রহণযোগ্য হবে কি না? এবং যদি না হয়, তবে গুনাহ হবে কি না? কুরআন থেকে দলিল: ❖ আল্লাহ বলেন: "তোমরা যা কিছু কল্যাণকর বস্তু ব্যয় করো, তা নিজেদের কল্যাণের জন্যই করো।" 📖 (সূরা আল-বাকারা: ২৭২) 🔹 এই আয়াত থেকে বোঝা যায়, সদকা বা ফিতরা এমন কিছু হতে হবে যা প্রকৃত কল্যাণ বয়ে আনে এবং প্রকৃত প্রাপক উপকৃত হয়। যদি নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হয় এবং তা গরিবের প্রয়োজন পূরণ না করে, তাহলে সেটি প্রকৃত কল্যাণ বয়ে আনবে না। হাদিস থেকে দলিল: ❖ ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন: "রাসূলুল্লাহ ﷺ মুসলিমদের উপর ফিতরা ওয়াজিব করেছেন—এক সা' (প্রায় ৩ কেজি) খেজুর বা এক সা' যব।" 📖 (সহিহ বুখারি: ১৫০৩, সহিহ মুসলিম: ৯৮৪) 🔹 রাসূল ﷺ নির্দিষ্ট একটি পরিমাণ নির্ধারণ করেছেন, যা এক সা' খাদ্যশস্যের সমতুল্য। বর্তমানে বিভিন্ন দেশে এই পরিমাণের মূল্য নির্ধারণ করা হয় বিভিন্ন দামের খাদ্যশস্যের ভিত্তিতে। ২০২৫ সালে ফিতরার সর্বনিম্ন হার যদি ৭০ টাকার বেশি হয়, তবে কম দেওয়া হলে তা অগ্রহণযোগ্য হতে পারে। ❖ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন: "রাসূল ﷺ ফিতরা নির্ধারণ করেছেন রোযাদারের জন্য রোযার অশুদ্ধতা (অর্থাৎ অপ্রয়োজনীয় কথা ও কাজে গুনাহ) থেকে পবিত্র করার জন্য এবং গরিবদের খাদ্য সরবরাহের জন্য।" 📖 (আবু দাউদ: ১৬০৯, ইবনে মাজাহ: ১৮২৭) 🔹 ফিতরার মূল উদ্দেশ্য গরিবের চাহিদা পূরণ করা। যদি ৭০ টাকা দিয়ে প্রয়োজনীয় খাদ্য না কেনা যায়, তবে তা যথেষ্ট নয় এবং সঠিকভাবে ফিতরা আদায় হবে না। উপসংহার: ✅ ফিতরার সঠিক পরিমাণ নির্ভর করে সংশ্লিষ্ট দেশের খাদ্যশস্যের বাজারমূল্যের ওপর। যদি ২০২৫ সালে ফিতরার ন্যূনতম হার ৭০ টাকার বেশি হয়, তবে ৭০ টাকা দিলে ফিতরা আদায় হবে না, বরং তা অপর্যাপ্ত হবে। ✅ কম দিলে ফিতরা না হওয়ায় গুনাহ হতে পারে, কারণ এটি ফরজ আদায়ের মতো আবশ্যক। ✅ ফিতরার সঠিক পরিমাণ জেনে তা আদায় করা জরুরি, যেন আল্লাহ তা'আলা আমাদের কবুল করেন। সতর্কবার্তা: ⚠ ৭০ টাকা ফিতরার নির্ধারিত হার কি সঠিক, তা ইসলামিক স্কলারদের থেকে নিশ্চিত হয়ে নিন। কম দিলে গুনাহ হতে পারে! আপনারা সবাই দয়া করে P.A SOLUA ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন! এখানে আপনি ইসলামিক ভিডিওসহ নানা শিক্ষণীয় বিষয় পাবেন, যা আপনার জ্ঞান ও আধ্যাত্মিকতাকে সমৃদ্ধ করবে। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।

Comments