Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ডাইনোসর পার্ক কুমিল্লা ।। Dinosaur Park comilla

#ডাইনোসর পার্ক ।। Dinosaur Park #ডাইনোসর পার্ক #ডাইনো পার্ক #ডাইনোসর #চীন ডাইনোসর পার্ক #ম্যাজিক প্যারাডাইস পার্ক ডাইনোসর থিম পার্ক #কুমিল্লা ডাইনোসর পার্ক #ডাইনোসর পার্ক কুমিল্লা #কুমিল্লার ডাইনোসর পার্ক শালবন বিহার এবং ডাইনোসর পার্ক বিনোদনের নতুন মাত্রা ডাইনোসর পার্ক ইাতহাস ঐতিহ্য ও পুরাকৃর্তির শহর কুমিল্লার লালমাই পাহাড়ের ১২ একর জায়গা নিয়ে ভ্রমন শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে তৈরি কুমিল্লার প্রথম থিম পার্ক ডাইনো পার্ক (Dino Park)।  কুমিল্লার বিনোদনের প্রানকেন্দ্র কোটবাড়ির জামমূড়ার নির্মিত এই মনোমুগ্ধকর পার্কটিতে দেখা মিলবে হাজার বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসরের। সুনিবিড় ছায়া ঘেরা পাক – পাখালির কলকাকুলিতে মুখরিত এ  বিনোদন কেন্দ্রের নাম ডাইনোসর পার্ক হলেও ডাইনো পার্ক নামে সবার কাছে পরিচিত। সমতল ভূমি থেকে এ পার্কের উচ্চতা ৪৫ ফুট ওপরে। তারও ওপরে রয়েছে প্যারিজ হুইল যা আই অব লালমাই নামে পরিচিত। ওই রাইড থেকে ১০০ ফুট ওপরে লালমাই পাহাড়ের মনভোলানো রূপ দেখা যায়। ডাইনোসর দেখার পর দক্ষিণ দিকের টিলায় ওঠার জন্য ৪০টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। এ ডাইনো পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে চীন থেকে আমদানীকৃত ডাইনোসর গুলো।  পাহাড়ের উঁচুনিচু টিলার ওপর রাখা ডাইনোসরগুলো সুইচ টিপলেই গর্জন করে লেজ নাড়ে আর চোখ ঘুরায়।  প্রতিটি ডাইনোসরের নিচে ইতিহাস রয়েছে। এর পাশেই কৃত্রিম ঝরনা। কেবল ডাইনোসর দেখা নয়, এখানে  বেড়াতে আসা সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। রাইডস গুলোর মধ্যে থাকছে বাম্পার কার রোলার কোষ্টার ফেরিস হুইল মেরিগো রাউন্ড সহ আরো অনেক কিছু আর সাথে কিডস জোন তো রয়েছেই। ডাইনো পার্কে বেড়াতে আসা সকলের জন্য পার্কের ভিতরেই মনোরম পরিবেশে খাবারের ব্যবস্থা আছে। সাথে আছে পার্কিং ও পিকনিকের ব্যবস্থা। ডাইনো পার্কের প্রবেশ ফি – ডাইনো পার্কে প্রবেশ ও  ডাইনো জোনের ফি – ২০০ টাকা।  এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রাইডের সমন্বয়ে প্যাকেজ ও অফার  দেওয়া হয় ।বড়দের জন্য রাইডের ফি ১০০ টাকা ছোটদের জন্য ৫০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্ক খোলা থাকে। """"my Facebook link https://www.facebook.com/profile.php?...

Comments