Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб জনদূর্ভোগ লাঘবে বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম-৩ নং ওয়ার্ড, সীতাকুণ্ড পৌরসভা в хорошем качестве

জনদূর্ভোগ লাঘবে বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম-৩ নং ওয়ার্ড, সীতাকুণ্ড পৌরসভা 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



জনদূর্ভোগ লাঘবে বীর মুক্তিযোদ্ধা মেয়র বদিউল আলম-৩ নং ওয়ার্ড, সীতাকুণ্ড পৌরসভা

মো নাদিম:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহিতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ( এম.জি.এস.পি,ADP, IUIDP)কাজের অগ্রগতি ও চলমান বিষয় নিয়ে সীতাকুণ্ড বার্তার বিশেষ প্রতিবেদন "উন্নয়নে পৌরসভা "ও "উন্নয়নে ইউনিয়ন পরিষদ"। বর্তমান সরকারের নির্বাচিতো সীতাকুণ্ডের পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানবৃন্দ কি কি উন্নয়ন কাজ করেছেন এবং কি কি কাজ চলমান,প্রকৃতো বাজেট কত? এসব জানা জনগনের নৈতিক দায়ীত্ব। আমরা সেই সব তথ্য আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরার ক্ষুদ্র চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় পর্ব "উন্নয়নে সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম" ৩ নং ওয়ার্ড ২০১৫ সালে বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম দায়ীত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত(২০২০) অত্র পৌরসভার ৩ নং ওয়ার্ডে এমজিএসপি,এডিপি ও আইইউআইডিপি প্রকল্পের আওতায় মোট প্রায় ১ কেটি ৫ লক্ষ টাকার উন্নয়ন করেছেন এবং কিছু চলমান উন্নয়ন কাজ বাকি রয়েছে। এ ব্যাপারে মেয়র বদিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দায়ীত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ২০২১ চ্যালেঞ্জ বাস্তবায়িত করার লক্ষে পৌরসভার যে সকল কাজ খুবই প্রয়োজন এবং দ্রুত করতে হবে সেসব উন্নয়ন কাজে আগে হাত দেই।তারই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর এর চাহিদা মত তাদের ওয়ার্ডের উন্নয়নগুলি দ্রুত করার চেষ্টা করেছি। ৯০% কাজ ইনশাআল্লাহ শেষ করতে পেরেছি আরও কিছু চলমান আছে।আমাদের পৌর ইঞ্জিনিয়ার এর কাছে সব তথ্য আছে। আপনারা জনগনের কাছে সঠিক তথ্য তুলে ধরবেন বলে আমি আশা করি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। উক্ত ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম শামছুল আলম আজাদ বলেন আমার ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে আরও কাজ বাকি রয়েছে।আমার এলাকার চাহিদামত উন্নয়ন করতে চেষ্টা করছি। মেয়র মহদয় উন্নয়ন কাজে বেশ আন্তরিক তাই আমাদেরও কাজ করতে কষ্ট হয়নি।আমি ২০১৫ সালে পুনরায় নির্বাচিতো হয়ে দায়ীত্ব নেওয়ার পর থেকে আমার ৩ নং ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি যা আগের সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। মেয়র ও কাউন্সিলর এর কথার সত্যতা যাচাই করতে আমরা ইঞ্জিনিয়ার এর কাছ থেকে রেকর্ডকৃত তথ্য সংগ্রহ এবং সরেজমিন তদারকি করি। রেকর্ড অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থ বছরে এমজিএসপির আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের উন্নয়ন কাজ সমূহ ১/ ৯,৫১,৯৮৮ টাকায় সীতাকুণ্ড বালিকা স্কুল সড়ক( থানা সড়ক) কার্পেটিং দ্বারা উন্নয়ন। ২০১৭- ২০১৮ অর্থ বছরে ২/ ৩৪,১১,৬৩৮ টাকায় তুলাতুলি সড়ক আর সি সি ও ব্রিক গাইড ওয়াল দ্বারা উন্নয়ন। ২০১৮-২০১৯ অর্থ বছরে ৩/ ১৪,৮৬,১৮৬ টাকায় তুলাতলি সড়কে ধোপা পুকুর পাড় দিয়ে রেল লাইন পর্যন্ত সি সি দ্বারা উন্নয়ন। ৪/ ৮,৯১,৯৩৩ টাকায় সোবহানবাগ ( মনির সর্দার বাড়ি সংলগ্ন) ব্রীক ড্রেন নির্মান ৫/ ১২,৫৭,৩১১ টাকায় মতিউর রহমান সড়কে গাইড ওয়াল ও সি সি দ্বারা উন্নয়ন। **এডিপি এর আওতায় ২০১৬--২০১৭ অর্থ বছরে ৬/ ৮,৪৫,৮৫১ টাকায় মতিউর রহমান সড়ক সি সি ও ব্রিক ড্রেন দ্বারা উন্নয়ন। ৭/ ৩,২০,৫০০ টাকায় সীতাকুণ্ড মডেল থানার পাশে আর সি সি ড্রেন নির্মান। **IUIDP আওতায় ৮/ ১২,০০,০০০ টাকায় ডাক বাংলো সড়ক হারুন প্রফেসর বাড়ি পর্যন্ত সি সি দ্বারা উন্নয়ন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র বদিউল আলম ও ওয়ার্ড কাউন্সিলর এ কে এম শামছুল আলম আজাদ জনগনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান এবং এলাকার উন্নয়নে সহযোগীতা ও দোয়া চান।

Comments