Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ১৯৭৯ সাল - কিউবাতে ক্ষমতায় ফিদেল কাস্ত্রো в хорошем качестве

১৯৭৯ সাল - কিউবাতে ক্ষমতায় ফিদেল কাস্ত্রো 9 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



১৯৭৯ সাল - কিউবাতে ক্ষমতায় ফিদেল কাস্ত্রো

16th February 2016 - ১৬ ফেব্রুয়ারি ২০১৬ - ইতিহাসের সাক্ষী(বিবিসি বাংলা) উনিশশ' উনষাট সালের জানুয়ারি মাসে কিউবায় অবসান ঘটেছিল মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তার কয়েক দশকব্যাপি শাসনের - রাজধানী হাভানায় ঢুকেছিল বামপন্থী বিপ্লবীদের দল। সেই ঘটনার একজন প্রত্যক্বদর্শী কার্লোস আলজুগেরাই। "এখানে তখন শত শত কিউবান জড়ো হয়েছিল - তারা সবাই স্বাগত জানাচ্ছিল ফিদেল কাস্ত্রোকে।" "হাভানার এই রাস্তা দিয়ে যাচ্ছিল সারি সারি জীপ, ট্রাক আর ট্যাংক। ফিদেল কাস্ত্রো নিজেও ছিলেন একটি ট্যাংকের ওপর। তার সাথে ছিলেন অন্য বিদ্রোহী নেতারা, কমান্ডাররা।" "লোকজন হাততালি দিচ্ছিল। শ্লোগান দিচ্ছিল - 'বিপ্লব দীর্ঘজীবী হোক'।" "আমি ছিলাম এমন একটা শ্রেণীর লোক যেখানে লোকেরা এসব পরিবর্তন নিয়ে খুব ভয়ের মধ্যে ছিল। আমার কিছু বন্ধু বিপ্লবের সমালোচনা করতে শুরু করলেন এই বলে যে এরা বেশি বাড়াবাড়ি করছে।" "ফলে যেটা হলো, ১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে আমার স্কুলের সব বন্ধু , আমার সব মামা-খালা, চাচা-ফুপুরা এবং তাদের ছেলে-মেয়েরা - অর্থাৎ আমার সব সম্পর্কীয় ভাইবোনরা - দেশ ছেড়ে চলে গেলেন।" কার্লোস এবং তার বাবা-মা কিউবা ছেড়ে যান নি। কিন্তু কাস্ত্রো কিউবাকে যে দিকে নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে তাদের গভীর ভিন্নমত ছিল। ১৯৬১ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবার কূটনৈতিক সম্পর্ক ভেঙে গেল। সেই দ্বীপে আমেরিকানদের যত সম্পত্তি ছিল তা বাজেয়াপ্ত করা হলো। কমিউনিস্ট কিউবা খোলাখুলিভাবেই সোভিয়েত শিবিরে সামিল হলো। কার্লোস পরে একজন কূটনীতিক হয়েছিলেন। সমালোচনা থাকলেও তিনি ৬০ বছর পরেও কাস্ত্রোর বিপ্লবের একজন সমর্থক। তিনি বলেন, "কিউবায় বিপ্লব অনিবার্য ছিল। কিন্তু এটা যতটা বৈপ্লবিক পরিবর্তন করতে চেয়েছিল - তা খুব বেশি দূর চলে গিয়েছিল, অতিবিপ্লবী হয়ে গিয়েছিল।" "কিন্তু এটা ছিল একটা প্রতিক্রিয়া - কারণ কিউবার উচ্চবিত্ত শ্রেণী এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে মিলে এই বিপ্লব ঠেকাতে চেয়েছিল এবং কাস্ত্রোর সরকারকে উৎখাত করতে চেয়েছিল।" ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করেছেন পুলক গুপ্ত।

Comments