Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ইতিহাসের পাতায় । Mainamati Shalbon Bihar, ময়নামতি শালবন বিহার, Comilla 🇧🇩 в хорошем качестве

ইতিহাসের পাতায় । Mainamati Shalbon Bihar, ময়নামতি শালবন বিহার, Comilla 🇧🇩 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ইতিহাসের পাতায় । Mainamati Shalbon Bihar, ময়নামতি শালবন বিহার, Comilla 🇧🇩

The Mainamati Shalbon Bihar Documentary Film. A flim created by।। William Clive Quiah Willy Commentary written & Spoken by।। Jony Collaborated by ।। Labonno Shahida Discover BANGLADESH Present হ্যালো ভ্রমণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? কুমিল্লা ভ্রমণের এটা আমার ২য় ভিডিও। হঠাৎ রাত ২টার সময় ঠিক করেছিলাম আমরা কুমিল্লা যাব। সকালে ৫টায় বেরিয়ে পরলাম কুমিল্লার উদ্দেশ্যে। এভাবেই আমরা সব সময় বেরিয়ে পরি কোন না কোন জায়গার উদ্দেশ্যে। -অনেকদিন পর সকালে বৃষ্টি দেখছি। ঝিমঝিম বৃষ্টির পর আমার এসে পৌছেছি কুমিল্লার ময়নামতি শালবন বিহারে। শালবন বিহার প্রচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার কোটবাড়ীর বাডের কাছাকাছি লালামাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থিত। বিহারটির আশেপাশে একসময় প্রচুর শাল আর গজারির বন ছিল বলে এই বিহারটির নাম করা হয় শালবন বিহার। শালবন বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে হলেও আকারে একটু ছোট। জানা যায় ১৮৭৫ সালের শেষ দিকে বর্তমান কোটবাড়ি এলাকায় যে সড়কটি রয়েছে সেটি নির্মাণের সময় মূলত এই ইমারতের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারে এ পর্যন্ত ৬টি নির্মাণ ও পূর্ণ নির্মাণের কথা জানা যায়৷ অনুমান করা যায় ৮ম শতাব্দীতে ৩য় পর্যায়ের কেন্দ্রীয় মন্দিরের নির্মাণ ও বিহারের স্বার্বিক সংস্কার কাজ শেষ করা হয়। আর নবম ও দশম শতাব্দীর দিকে শেষ হয় ৪র্থ ও ৫ম পর্যায়ের নির্মাণ ও সংস্কার কাজ। শালবন বিহারটিতে সর্বমোট ১৫৫টি কক্ষ বা মং সেল রয়েছে। মংসেল হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা অবস্থান করতেন, রাত্রী জাপন করতেন এবং ধ্যান করতেন। প্রতিটি মংসেলে তিনটি করে কুলংগী রয়েছে। এখানে দেবদেবীর মূর্তী, তেলের প্রদ্বীপ ও অন্যান্য জিনিস রাখতেন। প্রবেশদাড়ের ঠিক দক্ষিণ পূর্বদিকে একটি হল ঘর রয়েছে। ধারণা করা হয় এটি মূলত ভিক্ষুকদের খাবার ঘড় ছিল। এই হল শালবন বিহার। সপ্তম শতাব্দীর প্রচীন সভ্যতা এখন মাথা উচু করে দাড়িয়ে আছে কুমিল্লার ময়নামতিতে। কিভাবে যাব: এখন একটু বলে দিতে চাই কিভাবে সবাই শালবন বিহার দেখতে যাবেন। ঢাকা থেকে সায়দাবাদ, গাবতলী কিংবা আরামবাগ যেকোন জায়গা থেকেই বাস ধরে চলে আসতে পারেন কুমিল্লা। অথবা চিটাগং যায় এমন যেকোন বাসেও চলে আসতে পারপন কুমিল্লায়। আর হা একটা ভুল কিন্তু সবাই করে। আর সেই ভুলটা হচ্ছে যারা আমরা শানবন বিহার দেখতে যেতে চাই তারা সবাই কুমিল্লা শহরে চলে যাই। আমরা কুৃমিল্লা শহরে যাব না। আমরা প্রথমে নেমে যাব কোটবাড়ি বিশ্ব রোড ফুটওভার ব্রিজের ওখানে। বাসের সুপারভাইজারকে বললেই নামিয়ে দিবে। ওখান থেকে ফুটওভার ব্রিজ পার হয়ে সজা চলে যাব শালবন বিহারে। এখান থেকে আমরা রিক্সায় বা অটোতে করে যেতে পারি। আবার হেটেও যেতে পারি। হেটে গেলে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। কারণ এখান থেকে শালবন বিহার ৩ কি.মি.। হোটেল ও খাবার ব্যবস্থা : যদি আমরা রাত্রি যাপন করতে চাই তবে সেখানে বেশ ভালো ভালো হোটেল আছে। খাবার হোটলেও সব জায়গায় আছে। আরেকটা কথা আমরা যেখানেই ঘুরতে যাইনা কেন প্লিজ আমরা পুরনো স্থাপত্যের গায়ে কিছু লিখব না। যেমন j+t ব্লা ব্লা ব্লা। আর সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। দয়া করে যেখানে সেখানে খাবর, খাবারের প্যাকেট ও প্লাস্টিকের বোতল ফেলবেন না। কাউকে খাবার, খাবারের প্যাকেট ও প্লাস্টিকের খালি বোতল ডাস্টবিন ব্যতীত অন্য কোথাও ফেলতে দেখলে তবে তাকে সচেতন করার দায়ীত্ব আমাদের। যদি এসব যেখানে সেখানে পরে থাকতে দেখেন তবে সচেন নাগরিক হিসেবে দয়া করে তা তুলে সঠিক স্থানে ফেলে আসবেন। "দেশ আমার, দায়িত্ব আমার"। //Music // https://play.google.com/store/apps/de... Instagram link:   / discoverbangladesh1971   Facebook Group link :   / 608489199253804   Follow us on facebook:   / william.willyll     / jonclive   Youtube Channel:    / @discoverbangladesh   #MainamatiShalbonBihar #comilla #bangladeshTravelVlog

Comments