Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб জগাই মাধাই উদ্ধার (নাটক) | Jogai Madhai Uddhar (Drama) в хорошем качестве

জগাই মাধাই উদ্ধার (নাটক) | Jogai Madhai Uddhar (Drama) 8 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



জগাই মাধাই উদ্ধার (নাটক) | Jogai Madhai Uddhar (Drama)

বৈদিক নাটক ১৪২৩ | Baidik Drama 2016 শ্রীনিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর মহাপ্রভুর নির্দেশে সর্বত্র হরিনাম প্রচার করেছিলেন। দুই ভাই, জগাই এবং মাধাই, সেই সময়ের সবচেয়ে ক্ষতিকারক। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা তারা করেনি; নরখাদক, চুরি, ডাকাতি, ডাকাতি, খুন, ধর্ষণ, ডাকাতি—সবকিছু। সারাদিন মাতাল ছিল এই দুজন। তাদের পতিত অবস্থা দেখে শ্রীনীতানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তাদের হরিনাম করার জন্য অনুরোধ করেন। অনুরোধ শুনে দুই মাতাল অগ্নিশর্মা হয়ে ওঠে এবং অশ্লীল চিৎকার করতে করতে তাদের তাড়া করতে থাকে। পরের দিন আবার তারা দুজন মাতালের কাছে গেল এবং তাদের ভগবানের নাম জপ করার অনুরোধ করল। আবার ক্ষিপ্ত হয়ে মাধাই একটি কলসীর পাড় দিয়ে শ্রীনিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেন এবং সেই আঘাতে প্রভুর কপাল কেটে যায়, যার ফলে প্রবাহে রক্ত ​​প্রবাহিত হয়। কিন্তু শ্রীনিত্যানন্দ প্রভু এতটাই করুণাময় ছিলেন যে, এই কাজের জন্য কোনো প্রতিবাদ না করেই তিনি বলেছিলেন, "আপনি আমার দিকে কলসের কড়ি ছুঁড়তে আমার আপত্তি নেই, তবে আমার একমাত্র অনুরোধ আপনি পরম ভগবান শ্রীহরির নাম জপ করুন।" ইতিমধ্যে শ্রী নিত্যানন্দ প্রভুর আঘাতের সংবাদ শুনে শ্রীশ্রীমান মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং দুই পাপীকে নির্মূল করার জন্য সুদর্শন চক্রের ডাক দিলেন। কিন্তু শ্রীনিত্যানন্দ প্রভু তাদের ক্ষমা চেয়েছিলেন এবং মহাপ্রভুকে তাঁর বংশধরের উদ্দেশ্য মনে করিয়ে দিয়েছিলেন। মহাপ্রভুর অবতারণের উদ্দেশ্য হল, - "কৃষ্ণের প্রেমের দ্বারা কলিযুগের সমস্ত পতিত মানুষকে উদ্ধার করা" এবং এই দুই ভাই, জগাই মাধাই সেই পতিত লোকদের আদর্শ উদাহরণ। প্রকৃতপক্ষে, বৈদিক সমাজের বিলুপ্তি এবং বর্তমান যুগের প্রভাবে অধিকাংশ মানুষ জগাই মাধীতে পরিণত হয়েছে। তবু আমাদের মতো জগাই মাধিসদের জন্য একমাত্র সৌভাগ্যের বিষয় হল হরিনাম মহামন্ত্রকে জীবনের উপায় হিসেবে গ্রহণ করা। জগাই মাধাই সমস্ত পাপকর্ম পরিত্যাগ করে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নেন এবং কৃষ্ণপ্রেম লাভ করেন। "যত পাপী ছিল, হরিনামে রক্ষা পেল তার সাক্ষী জগাই ও মাধাই।” এইভাবে মহাপ্রভু কৃষ্ণের ভালবাসা এমনকি সবচেয়ে পতিত ব্যক্তিদের মধ্যে বিতরণ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগের অধঃপতিত জীবের জন্য সুখের আনয়নকারী। কৃষ্ণপ্রেম, যা এমন এক দুর্লভ জিনিস যা হাজার বছরের তপস্যার দ্বারা পাওয়া যায় না, যা গোলোকা বৃন্দাবনের সবচেয়ে গোপন বিষয়, কৃষ্ণপ্রেম, তিনি বিনা দ্বিধায়, পরম মমতায় সমস্ত মানুষকে বিতরণ করেছেন। শুধুমাত্র দিব্য হরিনাম জপের মাধ্যমেই কৃষ্ণের এই বিরল প্রেম লাভ করা যায়। আর, এই হরিনাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন প্রভুর হাজারো অন্তরঙ্গ বার্তাবাহক। যারা কৃষ্ণের নামে ভগবদ প্রেমের জোয়ারে অন্যকে বশীভূত করে। মহাপ্রভু ভবিষ্যদ্বাণী করেছিলেন, "পৃথিবীতে যত শহর ও গ্রাম আছে, সর্বত্র আমার নাম ঘোষণা করা হবে।” হাজার হাজার কৃষ্ণ ভক্ত তাঁর এই ভবিষ্যদ্বাণীমূলক বাণীকে সার্থক করে তুলেছেন। তাঁর কৃপায় সাদা-কালো, ধনী-গরীব সবাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এই হরিনামের ফলে সবাই ঐশ্বরিক আনন্দ ও সুখী জীবন লাভ করে। আসুন আমরা সবাই এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করব এবং শ্রী কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করব যাতে আমরা কখনই ব্যর্থ না হই। পরম করুণাময় সচ্চিদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের অনুগ্রহ করবেন। ‘’হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। হরে রাম হরে রাম রাম হরে হরে।। !!শ্রীচৈতন্য মহাপ্রভু কী জয়!! !!নিতাই গৌরন প্রেমন্দে হরি হরি বোল!! Facebook Page:   / rggm1406   Facebook Group:   / rggm1406  

Comments