Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া।আসামীর অনুপস্থিতে কী হবে? absence of accused в хорошем качестве

বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া।আসামীর অনুপস্থিতে কী হবে? absence of accused 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া।আসামীর অনুপস্থিতে কী হবে? absence of accused

মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population. বন্ধুরা আজ আলোচনা করব আসামীর অনুপস্থিতিতে মামলার ভবিষ্যৎ সম্পর্কে। আপনার বিরুদ্ধে ফৌজদারী মামলা হয়েছে আপনি পলাতক কিংবা বিদেশে আছেন কিংবা মামলা সম্পর্কে জানতেন না-তাহলে আপনার অনুপস্থিতেই কিন্তু মামলার বিচারিক কাজ শেষ হয়ে যাবে। এ বিষয়ে আমাদের আইনে কী বলা আছে, অনুপস্থিত আসামীর বিরুদ্ধে কী কী পদ্ধতি জারি হয়, সাজা হয়ে গেলে আপিল করে কিভাবে জামিন ও কালাস হতে হয় সেসকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি---। যখন আসামিপক্ষ গাঢাকা দেয় এবং আদালত তাকে আদালতের সামনে হাজির করতে ব্যর্থ হয়, তখন তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে থাকার কোনো প্রয়োজন পড়ে না বরং তার অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হয়ে যায়। বিচারকাজে আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের যে সুযোগ এবং অধিকার আসামিপক্ষ পেয়ে থাকে, সেই সুযোগ যদি আসামি গ্রহণ না করে এবং আদালতে হাজির হওয়ার নির্দেশ অমান্য করে লুকিয়ে থাকে, সে অবস্থায় ওই আসামির অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন হয়। পলাতক আসামীর বিরুদ্ধে কোন প্রক্রিয়ায় বিচারকার্য অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বিস্তারিত বিধান দেয়া আছে ১৮৯৮ সালে প্রণীত ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারী কর্যিবিধির ৩৩৯ খ নামের নতুন ওই ধারায় বলা হয়েছে, আসামিকে আদালতে হাজির করার যৌক্তিক প্রচেষ্টা চালানোর পরও যদি তাকে হাজির করা সম্ভব না হয়, তখন তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। প্রথমত, ফৌজদারি কার্যবিধির ৮৭ ধারা অনুসারে লুকিয়ে থাকা আসামির উদ্দেশে একটি বিশেষ ঘোষণা জারি করতে হবে। আদালত যখন দেখবে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আসামি লুকিয়ে আছে এবং গ্রেপ্তার এড়াতে চাচ্ছে, তখন আদালত ওই আসামির উদ্দেশে বিশেষ একটি লিখিত ঘোষণা জারি করবে, যেখানে আসামিকে পরবর্তী ৩০ দিনের মধ্যে আদালতের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া থাকবে। লিখিত এ আদেশ আসামির আবাসিক অঞ্চলের কোনো একটি জায়গায় পড়ে শোনানো হবে। একই সঙ্গে লিখিত আদেশটি আসামি যেখানে বসবাস করতে পারে, সেখানে সাঁটিয়ে দিতে হবে। আদালতের একটি সুস্পষ্ট স্থানেও একই আদেশ লাগিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, ৮৭ ধারার অধীনে এ ধরনের লিখিত আদেশ রুজু করার পর যে কোনো সময় আদালত ইচ্ছা করলে ৮৮ ধারার অধীনে পালিয়ে থাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারবে। তৃতীয়ত, এতকিছুর পরও যদি পালিয়ে থাকা আসামি আদালতের সামনে হাজির না হয়, সে ক্ষেত্রে আদালত দুটি বহুলপ্রচারিত বাংলা সংবাদপত্রে আসামির উদ্দেশে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এই মর্মে আদেশ প্রচার করবেন, উল্লিখিত সময়সীমার মধ্যে যদি আসামি আদালতের সামনে হাজির না হয়, সে ক্ষেত্রে তার অনুপস্থিতিই বিচারকাজ শুরু হয়ে যাবে। এত কিছুর পরও যদি পালিয়ে থাকা আসামি আদালতের সামনে হাজির না হয়, সে ক্ষেত্রে আদালত তার অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন করবে। তবে আসামি যদি একটিবারের জন্যও বিচারকাজ শুরু হওয়ার আগে আদালতের সামনে উপস্থিত হয়ে থাকে কিংবা আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়ে থাকে এবং পরে আদালতের সামনে উপস্থিত হওয়া থেকে বিরত থাকে, সে ক্ষেত্রে উপরোল্লিখিত এতসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আদালতের আদেশ বারবার লঙ্ঘন করার পর আদালত যখন আসামির অনুপস্থিতেই বিচারকাজ শুরু করবে, তখন সেই মামলায় ওই আসামির পক্ষে রায়ে সাজা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশী থাকে। #law_tips_bd #criminal_case #seraj_pramanik #criminal_practice #motivation #absconded #absence পলাতক আসামির বিচার আসামী বিদেশ থাকলে বিচার পলাতক আসামীর পলাতক আসামী আসামি পলাতক থাকলে কি করব আসামীর অনুপস্থিতে আদালতের বিচার কার্যক্রম আসামির অনুপস্থিত আদালতের বিচার আসামীর প্রতি সমন পলাতক আসামিকে গ্রেফতার আসামী কারাদণ্ড আসামীর জামিন মামলার আসামি বিচার শুরু সাজাপ্রাপ্ত আসামীর জামিন আসামি,দ্রুত বিচার আইন-১১ধারা আসামি ছাড়া মামলা চালাবেন কিভাবে আসামির নামে নামে ওয়ারেন্ট রাষ্ট্র বাদী মামলা থেক সহজে বাচার উপায় মিথ্যা মামলা থেকে বাচার উপায় #law_tips_bd #civil_case #civil_court #civillawyer #land_problem #land_law #seraj_pramanik #criminal_case আইন অনুযায়ী মামলা জমি বিক্রয় করা যায় কি-না মামলাকৃত জমি বিক্রি করা যায় কিনা সম্পত্তি ক্রয়-বিক্রয় মামলার জমি কিভাবে বিক্রয় করতে হয় মামলার জমি বিক্রয় করার সঠিক পদ্ধতি কি জমি নিয়ে বিরোধ হলে কী করবেন ভূমি আইন ২০২৩ এজমালি সম্পত্তি বন্টন আইন কি জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলে মামলার জমি বিক্রি করা যায় কিনা জমি নিয়ে কোর্টে মামলা চলমান থাকলে মামলার জমি বিক্রি করা যায় কিনা ,জমি খারিজ করার নিয়ম নতুন ভূমি আইন    • সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভ...      • মিথ্যা মামলাকারী স্ত্রীর বিরুদ্ধে মাম...      • চেক দিয়ে ফেসে গেলে কী করবেন।। চেকের ম...      • জমি অবৈধ দখলের দিন শেষ! নতুন আইনে জেল...      • সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভ...      • Видео      • Видео      • জমি অবৈধ দখলের দিন শেষ! নতুন আইনে জেল...      • সহজে তালাক দেয়ার নিয়ম-কানুন।তালাক কিভ...      • মিথ্যা মামলাকারী স্ত্রীর বিরুদ্ধে মাম...   facebook:   / seraj.pramanik.5  

Comments