Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ওড়াকান্দি বারুণী স্নান ২০২২ | Gangaridai

মঙ্গলবার (২৯ মার্চ) থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ স্নানোৎসব ও তিন তিনব্যাপী মহাবারুণী মেলা। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ওড়াকান্দিতে এ স্নানোৎসব ও বারুণী মেলা হয়। এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১ তম আবির্ভাবোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বিদের বৃহৎ একটা অংশ হরিচাঁদ ঠাকুরের অনুসারী; তাদেরকে মতুয়া বলা হয়। শ্রীধাম ওড়াকান্দি হলো মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান। ওড়াকান্দি ঠাকুর বাড়িতে কামনা সাগর ও দূত সাগর নামে দুটি পুকুর রয়েছে। ঠাকুরের ভক্তরা বিশ্বাস করেন, ওই পুকুরে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। তাই পাপ মুক্তির আশায় দেশ-বিদেশের কয়েক লক্ষ ভক্ত যোগ দিয়েছেন এই স্নান উৎবে। আর এই স্নান উৎসবকে ঘিরেই মূলত মেলা বসে; এ মেলাকে মহা বারুণী মেলা বলা হয়। করোনা মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯মে) বেলা ৩ টা ৪ মিনিটে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির সময় ধরে এ স্নান উৎসব শুরু হয়। স্নানের এই যোগ বা সময় থাকবে বুধবার বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত। এ উৎসবকে ঘিরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মতুয়া ভক্তের আগমন ঘটে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে। কয়েকদিন আগে থেকেই মতুয়া ভক্ত ও অনুসারীরা দূর-দূরান্ত থেকে এসে ঠাকুর বাড়িতে সমবেত হয়েছেন। কেউ কেউ ঠাকুর বাড়িতে বিছানা পেতে অবস্থান নিয়েছেন। বাদ্য যন্ত্র বাজিয়ে হরিবল, হরিবল ধ্বনিতে দলে দলে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে প্রবেশ করছে। পাপ মুক্তি ও মনের বাসনা পূরণের আশায় ঠাকুর বাড়ির পুকুর দুটিতে স্নান করছেন। স্নান উৎসবকে ঘিরে ঠাকুর বাড়ির পাশ ঘেঁষে ৬০ একর জায়গাজুড়ে বসেছে লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরী জিনিসপত্র ও খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টি দোকান, হোটেল-রেস্তোরার দোকান বসেছে। মতুয়া ধর্ম,ওড়াকান্দি ঠাকুরবাড়ি,ওড়াকান্দি,ওড়াকান্দি লাল নিশান মিছিল,ওড়াকান্দি বারুণী মেলা ২০২২,Harichand Thakur,orakandi thakurbari,orakandi mela,orakandi mela 2022,bangladesh orakandi thakurbari,motua,bangladesh orakandi,orakandi thakur bari dikhao,orakandi hari mandir,gangaridai,orakandi,gopalganj,Bangladeah,শ্রীধাম ওড়াকান্দির স্নানে মানুষের ঢল,orakandi video 2022,baruni snan 2022,শ্রীধাম ওড়াকান্দি,বারুনী স্নান ২০২২,মতুয়া ভিডিও,matua video in orakandi,

Comments